ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মুলা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • / 86

গাইবান্ধার সাদুল্যাপুরে মাত্র ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মুলা। পাশাপাশি কমছে অন্য সবজির দামও।

সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাটে দেখা মিলল ভিন্ন এক মুলার হাটের। স্থান সংকুলান না হওয়ায় পাশের একটি মাঠে বসেছে এ হাট। এতে বিশাল মাঠ ভরে গেছে মুলায়। আমদানি বেশি হওয়ায় দাম নেই মুলার। এত কম দামেও হাটে মুলা এনে বিক্রি করতে পারছেন না অনেক মুলা চাষি।

এই প্রসঙ্গে জানতে চাওয়া হয় এক মুলা ব্যবসায়ীর কাছে। রাসেল নামের ওই মুলা ব্যবসায়ী জানান, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ধাপেরহাটে প্রতি মণ মুলা প্রকার ভেদে ৪০-৬০ টাকা মণ দরে ক্রয় করছি। হাটে প্রচুর মুলার আমদানি হয়েছে। তাই দাম কম। এসব মুলা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

এদিকে আরেক ব্যবসায়ী রবিউল জানান, শুরুর দিকে মুলার ভালো দাম পেলেও এখন বাজারমূল্যে দ্রুত ধস নেমেছে। ৪০ টাকা মণ দরে মুলা বিক্রি করলাম। এতে লাভতো দূরের কথা খরচও উঠছে না।

আরেক মুলা চাষি সাইফুল জানান, হাটে মুলা নিয়ে হাজির হলেও নেই কোনো ক্রেতা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাত্র ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মুলা

আপডেট টাইম : ০৬:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০

গাইবান্ধার সাদুল্যাপুরে মাত্র ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মুলা। পাশাপাশি কমছে অন্য সবজির দামও।

সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাটে দেখা মিলল ভিন্ন এক মুলার হাটের। স্থান সংকুলান না হওয়ায় পাশের একটি মাঠে বসেছে এ হাট। এতে বিশাল মাঠ ভরে গেছে মুলায়। আমদানি বেশি হওয়ায় দাম নেই মুলার। এত কম দামেও হাটে মুলা এনে বিক্রি করতে পারছেন না অনেক মুলা চাষি।

এই প্রসঙ্গে জানতে চাওয়া হয় এক মুলা ব্যবসায়ীর কাছে। রাসেল নামের ওই মুলা ব্যবসায়ী জানান, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ধাপেরহাটে প্রতি মণ মুলা প্রকার ভেদে ৪০-৬০ টাকা মণ দরে ক্রয় করছি। হাটে প্রচুর মুলার আমদানি হয়েছে। তাই দাম কম। এসব মুলা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

এদিকে আরেক ব্যবসায়ী রবিউল জানান, শুরুর দিকে মুলার ভালো দাম পেলেও এখন বাজারমূল্যে দ্রুত ধস নেমেছে। ৪০ টাকা মণ দরে মুলা বিক্রি করলাম। এতে লাভতো দূরের কথা খরচও উঠছে না।

আরেক মুলা চাষি সাইফুল জানান, হাটে মুলা নিয়ে হাজির হলেও নেই কোনো ক্রেতা।

নিউজ লাইট ৭১