ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / 80

চাল ও আলুসহ কয়েকটি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে এসবের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে এবার বাজারে সবজির দরও নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন সবজির পাইকারি ও খুচরা পর্যায়ের দর পর্যালোচনা চলছে। প্রান্তিক কৃষকের খরচের বিষয়ও জানা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সবজির দর নির্ধারণ করে দেওয়া হবে। এতে সবজির মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি হিসাবে, দেশে বছরে সবজির চাহিদা এক লাখ ৬২ হাজার মেট্রিক টন। ২০১৯-২০ অর্থবছর দেশে বিভিন্ন প্রকার সবজি উৎপাদন করা হয়েছে এক লাখ ৭২ হাজার মেট্রিক টন। সে হিসেবে চাহিদার তুলনায় ১০ লাখ মেট্রিক টন সবজি বেশি উৎপাদন হয়েছে। কিছু দফায় দফায় বেড়েছে দাম। কৃষকও ন্যায্য দাম পাচ্ছে না। ফলে ফায়দা লুটে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। মধ্যস্বত্বভোগীদের এই দৌরাত্ম্য ঠেকাতেই এ উদ্যোগ নিচ্ছে সরকার।

এ বিষয়ে কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহম্মদ ইউসুফ জানান, বাজারে সব সময় মধ্যস্বত্বভোগীদের একটা দৌরাত্ম্য থাকে। তারা বাজারকে অস্থির করে। আর দাম বাড়ায় সমালোচনার মুখে পড়ে সরকার। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বাজারে সবজির দর ঠিক করে দেওয়ার পর বাজার অস্থির হলে মনিটরিং করা সহজ হবে। এতে ক্রেতারা উপকার পাবেন।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গণমাধ্যমকে জানান, বাজারে পণ্যের দর নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের, বিশেষ করে কৃষি বিপণন অধিদফতরের। এ সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষ উপকার পাবেন।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা সবকিছুর সরবরাহ বেড়েছে। সঙ্গে নতুন করে শালগম ও কাঁচা টমেটো উঠতে শুরু করেছে। ১২০ টাকার শিম এখন ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম আরও কমবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার

আপডেট টাইম : ০৬:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০

চাল ও আলুসহ কয়েকটি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে এসবের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে এবার বাজারে সবজির দরও নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন সবজির পাইকারি ও খুচরা পর্যায়ের দর পর্যালোচনা চলছে। প্রান্তিক কৃষকের খরচের বিষয়ও জানা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সবজির দর নির্ধারণ করে দেওয়া হবে। এতে সবজির মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি হিসাবে, দেশে বছরে সবজির চাহিদা এক লাখ ৬২ হাজার মেট্রিক টন। ২০১৯-২০ অর্থবছর দেশে বিভিন্ন প্রকার সবজি উৎপাদন করা হয়েছে এক লাখ ৭২ হাজার মেট্রিক টন। সে হিসেবে চাহিদার তুলনায় ১০ লাখ মেট্রিক টন সবজি বেশি উৎপাদন হয়েছে। কিছু দফায় দফায় বেড়েছে দাম। কৃষকও ন্যায্য দাম পাচ্ছে না। ফলে ফায়দা লুটে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। মধ্যস্বত্বভোগীদের এই দৌরাত্ম্য ঠেকাতেই এ উদ্যোগ নিচ্ছে সরকার।

এ বিষয়ে কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহম্মদ ইউসুফ জানান, বাজারে সব সময় মধ্যস্বত্বভোগীদের একটা দৌরাত্ম্য থাকে। তারা বাজারকে অস্থির করে। আর দাম বাড়ায় সমালোচনার মুখে পড়ে সরকার। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বাজারে সবজির দর ঠিক করে দেওয়ার পর বাজার অস্থির হলে মনিটরিং করা সহজ হবে। এতে ক্রেতারা উপকার পাবেন।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গণমাধ্যমকে জানান, বাজারে পণ্যের দর নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের, বিশেষ করে কৃষি বিপণন অধিদফতরের। এ সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষ উপকার পাবেন।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা সবকিছুর সরবরাহ বেড়েছে। সঙ্গে নতুন করে শালগম ও কাঁচা টমেটো উঠতে শুরু করেছে। ১২০ টাকার শিম এখন ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম আরও কমবে।

নিউজ লাইট ৭১