৫০ কেজি পেয়াজের দাম মাত্র ১০ টাকা
- আপডেট টাইম : ০৫:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / 74
৫০ কেজি পেয়াজের দাম মাত্র ১০ টাকা। টাকা দিলেই দিয়ে দিচ্ছে বস্তা ধরে। চট্টগ্রামের খাতুনগঞ্জের প্রতিটি আড়তের সামনে পড়ে আছে কয়েকশ বস্তা পচা পেঁয়াজ। এমনকি গাড়ি ডেকে এনেও ফেলে দেয়া হচ্ছে পেঁয়াজ। এতে কয়েক কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা।
রফতানিকারক দেশে জাহাজ ভর্তি করার সময় কন্টেইনার সংক্রান্ত অসচেতনতার কারণে পচে যাচ্ছে পেঁয়াজ। এতে কয়েক কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
আমদানিকারকরা জানান, পেঁয়াজ পচে যাচ্ছে কারণ মাল ঠিকভাবে ডেলিভারি হচ্ছে না। এছাড়াও শীপের মধ্যে তাপমাত্রার সমস্যা হচ্ছে। ২০ শতাংশ টাকাও আমাদের রিকভারি হবে না। কিছু পেঁয়াজ একদম ফেলে দিতে হচ্ছে একটাকাও পাওয়া যাচ্ছে না। এক তো গ্যাঁজ ও পানি ঝরে পচে যাচ্ছে। তার ওপর ছড়াচ্ছে দুর্গন্ধ। খাতুনগঞ্জে ৫০ কেজির ওজনের বস্তার পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ১৫ টাকায়।
কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী বলেন, ভাল পেঁয়াজ যদি আমরা বিক্রি করি ৪০ থেকে ৫০ টাকা সেখানে আমরা বিক্রি করছি ১৫ টাকা, ১০ টাকা, ৫ টাকা। কিছু বস্তা হিসেবে বিক্রি করে দিছি, কিছু ফেলে দিছি। পচা পেঁয়াজের কারণে এখানে গন্ধ ছড়াচ্ছে। পচা যাওয়া পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে, এই পেঁয়াজ ফেলতেও টাকা লাগতেছে।
নিউজ লাইট ৭১