একই মাঠে নামাজ ও পূজা
- আপডেট টাইম : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / 109
একই সঙ্গে একই মাঠে পাশাপাশি দুই সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় ও পূজা উদ্যাপন করেন। বহুবছর ধরে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসবে শামিল হওয়ার এই ঘটনা চলেছে ভারতের দক্ষিণ দিনাজপুরের তপন থানার মনোহলি গ্রামে।
দীপাবলির অমাবস্যার দিন মুসলিমরা নামাজ পড়ে মাজারে শিরনি বিতরণ করেন। একই সঙ্গে পাশেই অবস্থিত হিন্দুদের দুটি কালী মন্দিরের পূজার পর্বও চলতে থাকে। কালী এখানে শ্যামা নিদয়া নামে পরিচিত। স্থানীয়দের বিশ্বাস শ্যামা ও নিদয়া দুই বোন।
সাম্প্রদায়িক সম্প্রীতির মনোহলি গ্রামে শ্যামা ও নিদয়া মন্দিরের সঙ্গে একই মাঠ চত্বরে রয়েছে মুসলিমদের মাজার। কার্তিকী অমাবস্যায় সারারাত দুইবোন শ্যামা ও নিদয়ার পূজা হয়। পূজার পর সকালেই প্রতিমার বিসর্জন দেওয়া হয়। কালী পূজার দিন এখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের প্রচুর মানুষের সমাগম হয়।
স্থানীয়দের মতে, প্রাচীনকাল থেকেই এখানে হিন্দু মুসলিম একসঙ্গে কালী পূজা ও পীরের মাজারে উৎসবে মেতে থাকেন। হিন্দুরা যেমন মুসলমানদের সাহায্য করেন। মুসলিমরাও একইভাবে হিন্দুদের সাহায্য করে আসছেন।
স্থানীয় পঞ্চায়েত সদস্য মাখন বর্মন জানিয়েছেন, তারা তিন পুরুষেরও বেশি সময় ধরে মনোহলী গ্রামে বসবাস করছেন। পূর্বপুরুষদের সময় থেকেই পীরের মাজার ও কালী মন্দিরে একসাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন দেখে আসছেন।
স্থানীয় আরও এক বাসিন্দা গোলাম আলী জানিয়েছেন, পীরের মাজারে নামাজ আদায় ও সিন্নি দেওয়ার পাশাপাশি কালী মন্দিরেও এক সঙ্গে ভোগ নিবেদন হয়ে থাকে। সব সময়ই তারা হিন্দু মুসলিম একসঙ্গে একে অপরের সুখ দুঃখে পাশে থাকেন।
নিউজ লাইট ৭১