জো বাইডেনকে অবশেষে অভিনন্দন জানিয়েছে চীন
- আপডেট টাইম : ০৬:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / 91
নিউজ লাইট ৭১ঃ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত করা ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে অবশেষে অভিনন্দন জানিয়েছে চীন।
শুক্রবার বাইডেনকে অভিনন্দন জানিয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আমরা মার্কিন জনগণের সিদ্ধান্তকে সম্মান করি। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে আমাদের শুভকামনা।
এদিকে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেক্টোরাল ভোট পেয়ে জো বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর বিশ্বের অধিকাংশ দেশের সরকারই তাকে অভিনন্দন জানায়। তবে চীনসহ কিছু দেশ জানায় তারা আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর বাইডেনকে অভিনন্দন জানাবে।
অবশ্য চীন বাইডেনকে অভিনন্দন জানালেও রাশিয়া, ব্রাজিল ও মেক্সিকো এখনো তাকে অভিনন্দন জানায়নি। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে নিজের পরাজয় মেনে না নিয়ে আইনি লড়াইয়ে যাওয়ায় সতর্কতা স্বরুপ দেশগুলো এই বিলম্ব করছে।
সূত্র: এবিসি নিউজ