ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবরার হত্যা মামলার আসামি অমিত ও রাফাত কারাগারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • / 166

বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা অমিত সাহা ও বুয়েট শিক্ষার্থী শামসুল আরেফিন রাফাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

দ্বিতীয় দফা রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১০ অক্টোবর ঢাকার সবুজবাগ থেকে অমিত সাহাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৪ অক্টোবর তাকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এরপর গত বৃহস্পতিবার অমিত সাহার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এদিকে গত ১৫ অক্টোবর রাফাতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Tag :

শেয়ার করুন

আবরার হত্যা মামলার আসামি অমিত ও রাফাত কারাগারে

আপডেট টাইম : ০৯:০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯

বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা অমিত সাহা ও বুয়েট শিক্ষার্থী শামসুল আরেফিন রাফাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

দ্বিতীয় দফা রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১০ অক্টোবর ঢাকার সবুজবাগ থেকে অমিত সাহাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৪ অক্টোবর তাকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এরপর গত বৃহস্পতিবার অমিত সাহার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এদিকে গত ১৫ অক্টোবর রাফাতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।