আগামী নির্বাচনের কারণে ট্রাম্প উন্মাদ হয়ে গেছেন।
- আপডেট টাইম : ০৬:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / 85
৭১: আবারো প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বললেন, আগামী নির্বাচনের কারণে ট্রাম্প উন্মাদ হয়ে গেছেন।
ঘটনা হলো, সম্প্রতি একটি টেলিভিশনের সাক্ষাতকারে আকস্মিক শেষ করে দেন ট্রাম্প। এ নিয়েই সমালোচনা ওবামার। ওই অনুষ্ঠানে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গিয়ে কি করতে চান। এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি ট্রাম্প।
এই কারণে ওবামা বলেছেন, তিনি ক্ষমতায় গিয়ে কি করবেন তা যদি মার্কিনিদের কাছে বলতেই না পারেন, তাহলে দ্বিতীয় মেয়াদের জন্য তিনি যোগ্যই নন।
এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।
এতে আরও বলা হয়, গত সপ্তাহে ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে সাক্ষাতকার নিচ্ছিলেন বর্ষীয়ান সাংবাদিক লেসলি স্টাল। আকস্মিক তার মাঝখান থেকে ওয়াকআউট করেন ট্রাম্প। তিনি ওই সাংবাদিককে পক্ষপাতী, বিদ্বেষী এবং নিষ্ঠুর আখ্যায়িত করেন।
এর আগে হোয়াইট হাউজ থেকে ওই রেকর্ডিং প্রকাশ করে দেয়া হয়েছিল। তাতে দেখা যায় সাংবাদিক লেসলি স্টাল তার কাছে জানতে চাইছেন, তিনি কিছু ‘টাফ’ প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত কিনা। জবাবে ট্রাম্প বলেন, আমি এমনটা চাইছি না। আমি ন্যায্যতা চাই।
উল্লেখ্য, ডেমোক্রেট দল থেকে এবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ও বারাক ওবামার ক্ষমতার মেয়াদে রানিংমেট জো বাইডেনের পক্ষে প্রচারণার মাঠে নেমেছেন ওবামা।
শনিবার তিনি মিয়ামিতে উপস্থিত দর্শক, শ্রোতাদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত জনতা গাড়ির হর্ন বাজিয়ে তাকে স্বাগত জানায়।
সেখানে ট্রাম্পকে উদ্দেশে করে ওবামা বলেন, আপনি পুনরায় নির্বাচন করছেন। তবে আপনি কি করতে চান তা জনগণকে জানানো একটি ভালো আইডিয়া। ওবামা প্রশ্ন রাখেন- ট্রাম্প কি বলেছেন? তিনি পাগল হয়ে গেছেন। তিনি সাক্ষাতকার থেকে ওয়াকআউট করেছেন। প্রশ্নগুলো কি এতই কঠিন ছিল। এতটাই কঠিন?
ওবামা বলেন, মিয়ামি শোনা, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে কি করতে চান সে প্রশ্নের উত্তর যখন তিনি দিতে পছন্দ করেন না, তখন আমাদেরকে এটা নিশ্চিত করা উচিত, তিনি যেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে না পারেন।