ভাইকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ!
- আপডেট টাইম : ০৪:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / 92
৭১: স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে (২৪) ধষণের অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে উপজলার নোপিনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে। এঘটনায় ধর্ষক দেবর আব্দুল বারেক ও স্বামী আব্দুল মালেককে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদি হয়ে স্বামী মালেক ও দেবর বারেককে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
বুধবার (১৯ আগস্ট) সকালে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। দুপুরে অভিযুক্ত ওই দুইজনকে আদালতের মাধ্যমে নাটোর জেল-হাজতে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ অভিযোগ করেন- বেশ কিছুদিন ধরে স্বামীর সহায়তায় দেবর বারেক তাকে কু-প্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু দেবরের অনৈতিক প্রস্তাবে তিনি রাজি হননি। সামাজিকতার ভয়ে বিষয়টি তিনি কাউকে জাননি। সবশেষ মঙ্গলবার রাত প্রায় ৯ টার দিকে বাড়ির বাড়ান্দায় তিনি মাছ কাটছিলেন। স্বামীও বাড়িতেই ছিলেন।
তিনি জানান, হঠাৎ দেবর বারেক বাড়ান্দায় আসেন। এ সময় স্বামী মালেক বৈদ্যুতিক বাতি নিভিয়ে তাকে শয়ন ঘরে নিয়ে দুই হাত চেপে ধরেন আর দেবর বারেক ধর্ষণ করেন। তিনি দুজনেরই বিচার দাবি করেছেন।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবু ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই পুলিশকে খবর দেওয়া হয়।
অভিযুক্ত দেবর আব্দুল বারেক বলেন, রাতে ভাবির শয়ন ঘরে গিয়ে ভাইয়ের সামনেই তিনি শারিরিক সম্পর্কে লিপ্ত হন। তবে অভিযুক্ত স্বামী আব্দুল মালেকের বক্তব্য পাওয়া যায়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম সতত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে ধর্ষণের শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা শেষে দুপুরে অভিয্ক্তুদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।