শিরোনাম :
ওসি পদে আসছে ব্যাপক রদবদল
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / 25
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল আসছে। এসব ওসিদের বিভিন্ন থানায় রদবদল করা হচ্ছে।
রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, সব থানার ওসিরা দক্ষ। এর ফলে কোন প্রভাব পড়বে না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে যা যা করণীয় তার সবকিছুই করা হবে।
দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলির প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই তাদের বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বদলির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।
নিউজ লাইট ৭১
Tag :