ফের তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- আপডেট টাইম : ০১:২১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / 106
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ফের তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেয়া পূর্বাভাসে বলা হয়, আগামী শনিবার থেকে সোমবার (১১-১৩ জানুয়ারি) এ তিনদিনে শীতের দাপট অনেকটাই বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির বেগ তেমন বাড়বে না। এই টিপটিপ বা গুড়িগুড়িতেই আটকে থাকবে।
কালও দেশের বিভিন্নস্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, রংপুর ও রাজশাহীতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে।
এর আগে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।
এদিকে শীত জেঁকে বসায় দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ। হিমেল হাওয়া ও প্রচণ্ড ঠান্ডায় অনেকটাই কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে ওই অঞ্চলের যানবাহনগুলোকে।
বাংলাদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুম ধরা হয়। তবে জানুয়ারির মাঝামাঝি সময়ে বাংলা পঞ্জিকার মাঘ মাসের শুরুতে বরাবরই শীতের তীব্রতা বাড়ে।
এবারের শীত মৌসুমে ডিসেম্বরের শেষার্ধে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায় দেশের বিভিন্ন এলাকায়।
২৯ ডিসেম্বর তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ নেমে যায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ মৌসুমে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আর নতুন বছরের শুরুতে মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নামে ৬ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অফিস বলছে, মাসের শেষ সপ্তাহে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন এলাকায়। সেটি হবে এ মাসের তৃতীয় শৈত্যপ্রবাহ।