পুলিশকে হতে হবে জনতার বন্ধু, মানবতার সেবক
- আপডেট টাইম : ০৯:৫৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / 106
নিউজ লাইট ৭১ রিপোর্ট: পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন কিংবা ব্যবসা অথবা মাদক কারবারীদের সঙ্গে সখ্যতার অভিযোগ উঠলে প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে আইজি ব্যাজ প্রাপ্তদের মধ্যে ব্যাজ প্রদান শেষে দেয়া বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, এরকম অভিযোগে শুধু বিভাগীয় ব্যবস্থা গ্রহণেই সীমাবদ্ধ থাকা হবে না।
এসময় তিনি পুলিশ সদস্যদের জনতার কাছাকাছি যাওয়ার নির্দেশ দেন। বলেন, পুলিশকে হতে হবে জনতার বন্ধু, মানবতার সেবক।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায়ও কথা বলেছেন। তিনি বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটি মর্মান্তিক এবং খুবই দুঃখজনক ঘটনা। আমরা ঘটনাটি শোনার পর থেকে এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। আমাদের প্রায়োরিটির মধ্যে এটিকে এক নম্বরে রেখেছি। যাতে যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা যায়, সে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
আপনারা দেখেছেন যে, ঘটনাটি ঘটার পর আমাদের নলেজে আসার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থল পরিদর্শণের জন্য আমাদের যেসকল ইউনিট আছে সিআইডি, পিবিআইসহ যারা ক্রাইম সিন পরিদর্শন করেন, তাদেরকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
র্যাব এবং অন্যান্য সকল ইউনিটগুলোও সেখানে গিয়েছে। তারা সেখান থেকে ক্রাইম সিনে যেসকল আলামত পেয়েছেন সেসব সংগ্রহ করে নিয়ে এসেছেন। এবং পরবর্তীতে ফরেনসিকের জন্য যেগুলো পাঠানো হবে। একই সময় আমাদের সবগুলো টিম, ডিটেকটিভ ব্রাঞ্চের টিম, কাউন্টার টেরোরিজমের টিম, আমাদের র্যাবের টিম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও অন্যান্য বেশকিছু ইউনিটের টিমসহ আমরা একযোগে কাজ করছি। আমরা খুবই আশাবাদী যে অন্যান্য যে ঘটনাগুলো অতীতে ঘটেছে, প্রত্যেকটি ঘটনার রহস্য আমরা উদঘাটন করতে সক্ষম হয়েছি, এক্ষেত্রেও আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমরা সক্ষম হবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আল্টিমেটামের বিষয়ে তিনি বলেন, আসলে তদন্ত করার জন্য সময় লাগে। মূলত একেকটি ঘটনা একেকটি তদন্ত একেক রকমের হয়, আপনারা দেখেছেন কোনো ঘটনা হয়তো কয়েক মিনিটের মধ্যেই আবিস্কার হয়ে যায়, কোনোটি এক ঘণ্টার মধ্যেই ধরা পড়ে যায়, কোনোটা একদিনের মধ্যে উদঘাটিত হয়ে যায়, কোনোটি হয়তো কিছু সময় লাগে। তদন্ত তার নিজস্ব যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়ায় সম্পন্ন হয়। সুতরায় সময় ধরে কিন্তু তদন্ত করা সম্ভব নয়।
আমরা শুধু এটুকুই বলতে চাই, সবাই মিলে চেষ্টা করছি, আমাদের প্রত্যেকটি ইউনিট অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি এবং এটি আমাদের এক নম্বর প্রায়োরিটি, সেটি ফিক্সড করেই চেষ্টা করছি যথাসম্ভব দ্রুত গতিতে বিষয়টি উদঘাটিত করার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যে এটি উদঘাটিত হবে।
এদিকে আজ সকালে এবারের পুলিশ সপ্তাহে ৬০৫ জনকে আইজি ব্যাজ পরিয়ে দেন জাবেদ পাটোয়ারী।