ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সকল পণ্যের ওপর ১০ শতাংশ মূল্যছাড় ও ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৫৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • / 126

নিউজ লাইট ৭১ রিপোর্ট: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন মানেই ভিন্ন কিছু। এবারো তারা প্রতি বছরের ন্যায় ক্রেতা ও দর্শনার্থীদের বিভিন্ন সুযোগ ও অফার দিচ্ছে। বাণিজ্য মেলায় ওয়ালটনের পণ্য ক্রয় করলে রয়েছে সকল পণ্যের ওপর ১০ শতাংশ মূল্যছাড় ও ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ।

এবারের বাণিজ্য মেলায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের প্যাভিলিয়নে প্রতিদিনই দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চলছে কেনাকাটার ধুম। ক্রেতা দর্শকদের আগমন ও ব্যাপক বিক্রিতে ওয়ালটন কর্তৃপক্ষও বেশ খুশি।

বাণিজ্য মেলায় এবার ওয়ালটন প্যাভিলিয়নে রয়েছে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, মোবাইল ফোন এবং বিভিন্ন হোম ও কিচেন এপ্লায়েন্সসহ প্রায় ১২০০ পণ্যের সমারোহ।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা রাসেদুল ইসলাম বলেন, তারা এবার মেলায় কনজ্যুমার গুডসের পাশাপাশি প্লাস্টিক মোল্ড, ডাই, এলজিপি, এলডিপি, নাট, বোল্ট, স্ক্রুসহ ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস প্রদর্শন ও বিক্রি করছেন।

তিনি বলেন, এবার তারা বাণিজ্য মেলায় নিয়ে এসেছেন ভয়েজ কন্ট্রোল টেলিভিশন। নতুন এ টেলিভিশনের দামও সাধ্যের মধ্যে। এলইডি টেলিভিশনের চেয়ে ভয়েজ কন্ট্রোল টেলিভিশনের দাম একটু বেশি। ভয়েজের মাধ্যমে এই টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করা যাবে।

মেলায় তারা এই নতুন টেলিভিশনের বেশ সাড়া পাচ্ছেন বলে তিনি জানান।তিনি বলেন, মেলায় তাদের সকল ক্রেতাদের জন্য রয়েছে ১০ শতাংশ বিশেষ ছাড় ও ক্যাশ ভাউচার। মেলায় এসে যে কেউ ওয়ালটনপণ্য কিনে এ সুযোগ ভোগ করতে পারবেন।

নগদ মূল্যের পাশাপাশি যেকোনো ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, বিকাশ ও রকেটের মাধ্যমে মূল্য পরিশোধের মাধ্যমে ওয়ালটন তাদের পণ্য কেনার সুবিধা দিচ্ছে বলে তিনি জানান।

এবার বাণিজ্য মেলায় ওয়ালটনের রয়েছে দুটি ‘ধ্রুপদী প্যাভিলিয়ন’। বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন নির্মাণে চমক দেখিয়েছে ওয়ালটন।

প্রথমবারের মতো একই ব্র্যান্ডের দুটি প্রিমিয়ার প্যাভিলিয়ন মুখোমুখি তৈরি করেছে ধ্রুপদী ইমেজ। মেলায় ‘ধ্রুপদী প্যাভিলিয়ন’ প্যাভিলিয়নের উচ্চতা এবং নান্দনিক ডিজাইন সবাইকে আকৃষ্ট করছে।

টিপু সুলতান নামের একজন বিক্রয় প্রতিনিধি বলেন, তাদের প্যাভিলিয়ন হচ্ছে ৩ তলাবিশিষ্ট। একই ডিজাইনের দুটি ওয়ালটন প্যাভিলিয়নের প্রতিটির আয়তন ৭ হাজার ৫০০ বর্গফুট। মেলার প্রধান ফটক থেকেই দর্শনার্থীদের প্রথমেই চোখে পড়বে ২৬ এবং ২৯ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়ন দুটির দিকে।

মেলার মূল রাস্তার দুপাশে মুখোমুখি অবস্থানে প্যাভিলিয়ন দুটি রয়েছে দাঁড়িয়ে। দুটি প্যাভিলিয়ন পাশাপাশি অবস্থানের কারণে মেলার সৌন্দর্যও বৃদ্ধি করেছে।

ওয়ালটনের উভয় প্যাভিলিয়নের ডিজাইনে রয়েছে দেশি শিল্প ও ঐতিহ্যের ছোঁয়া। মেলায় আগত বিপুল দর্শনার্থীদের চাপ বিবেচনায় এক্ষেত্রে মাটির বদলে ব্যবহার করা হয়েছে কাঠ।

উভয় প্যাভিলিয়নের বিভিন্ন ফ্লোরে যাতায়াতের জন্য রয়েছে সুপরিসর লিফট। ওয়ালটনের তৈরি এই লিফট মেলায় প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের জন্য ওয়ালটনের প্যাভিলিয়নে রয়েছে চমৎকার দুটি সেলফি জোন।

প্রকৌশলী শাদী মোহাম্মদ রুম্মান বলেন, ওয়ালটনের সুবিশাল প্যাভিলিয়ন দুটি নির্মাণকাজে অনুসরণ করা হয়েছে গ্রিন টেকনোলজি মেথড। এর একপাশের দেয়ালে রয়েছে সম্পূর্ণ কৃত্রিম ঘাস। রাখা হয়েছে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা।

কাঠামো নির্মাণ, অভ্যন্তরীণ সাজসজ্জায়, বৈদ্যুতিক সংযোগ স্থাপনে ব্যবহার করা হয়েছে ফায়ার রেসিস্ট্যান্ট ক্যাবলস, স্টিলের কাঠামো, এসিপি (অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল) বোর্ড।

ওয়ালটনের ২৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের নিচতলায় প্রদর্শন করা হচ্ছে ওয়ালটন রেফ্রিজারেটর ও কমেপ্রসার। একপাশে রয়েছে গোছানো স্মার্ট রান্নাঘর। যা সাজানো হয়েছে ওয়ালটনের বিভিন্ন গৃহস্থালি পণ্য দিয়ে। দ্বিতীয় তলায় রয়েছে এয়ারকন্ডিশনার, লিফট এবং হোম অ্যাপ্লায়েন্স।

ওয়ালটনের ২৯ নং প্রিমিয়ার প্যাভিলিয়নের নিচতলা সাজানো হয়েছে টেলিভিশন এবং ইলেকট্রিক পণ্য দিয়ে। দ্বিতীয় তলায় রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ-কম্পিউটার ইত্যাদি প্রযুক্তিপণ্যের সমাহার।

বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর বলেন, ওয়ালটন বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড। যে কারণে ওয়ালটনের প্রতি রয়েছে সবার বাড়তি আকর্ষণ।

ওয়ালটন শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বাণিজ্য মেলায় প্যাভিলিয়নের ডিজাইন এবং অত্যাধুনিক পণ্যের সমাহার দেখে দর্শনার্থীরা বিষয়টি সহজেই অনুধাবন করতে পারবেন বলে তিনি জানান।

Tag :

শেয়ার করুন

সকল পণ্যের ওপর ১০ শতাংশ মূল্যছাড় ও ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ

আপডেট টাইম : ০৮:৫৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১ রিপোর্ট: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন মানেই ভিন্ন কিছু। এবারো তারা প্রতি বছরের ন্যায় ক্রেতা ও দর্শনার্থীদের বিভিন্ন সুযোগ ও অফার দিচ্ছে। বাণিজ্য মেলায় ওয়ালটনের পণ্য ক্রয় করলে রয়েছে সকল পণ্যের ওপর ১০ শতাংশ মূল্যছাড় ও ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ।

এবারের বাণিজ্য মেলায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের প্যাভিলিয়নে প্রতিদিনই দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চলছে কেনাকাটার ধুম। ক্রেতা দর্শকদের আগমন ও ব্যাপক বিক্রিতে ওয়ালটন কর্তৃপক্ষও বেশ খুশি।

বাণিজ্য মেলায় এবার ওয়ালটন প্যাভিলিয়নে রয়েছে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, মোবাইল ফোন এবং বিভিন্ন হোম ও কিচেন এপ্লায়েন্সসহ প্রায় ১২০০ পণ্যের সমারোহ।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা রাসেদুল ইসলাম বলেন, তারা এবার মেলায় কনজ্যুমার গুডসের পাশাপাশি প্লাস্টিক মোল্ড, ডাই, এলজিপি, এলডিপি, নাট, বোল্ট, স্ক্রুসহ ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস প্রদর্শন ও বিক্রি করছেন।

তিনি বলেন, এবার তারা বাণিজ্য মেলায় নিয়ে এসেছেন ভয়েজ কন্ট্রোল টেলিভিশন। নতুন এ টেলিভিশনের দামও সাধ্যের মধ্যে। এলইডি টেলিভিশনের চেয়ে ভয়েজ কন্ট্রোল টেলিভিশনের দাম একটু বেশি। ভয়েজের মাধ্যমে এই টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করা যাবে।

মেলায় তারা এই নতুন টেলিভিশনের বেশ সাড়া পাচ্ছেন বলে তিনি জানান।তিনি বলেন, মেলায় তাদের সকল ক্রেতাদের জন্য রয়েছে ১০ শতাংশ বিশেষ ছাড় ও ক্যাশ ভাউচার। মেলায় এসে যে কেউ ওয়ালটনপণ্য কিনে এ সুযোগ ভোগ করতে পারবেন।

নগদ মূল্যের পাশাপাশি যেকোনো ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, বিকাশ ও রকেটের মাধ্যমে মূল্য পরিশোধের মাধ্যমে ওয়ালটন তাদের পণ্য কেনার সুবিধা দিচ্ছে বলে তিনি জানান।

এবার বাণিজ্য মেলায় ওয়ালটনের রয়েছে দুটি ‘ধ্রুপদী প্যাভিলিয়ন’। বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন নির্মাণে চমক দেখিয়েছে ওয়ালটন।

প্রথমবারের মতো একই ব্র্যান্ডের দুটি প্রিমিয়ার প্যাভিলিয়ন মুখোমুখি তৈরি করেছে ধ্রুপদী ইমেজ। মেলায় ‘ধ্রুপদী প্যাভিলিয়ন’ প্যাভিলিয়নের উচ্চতা এবং নান্দনিক ডিজাইন সবাইকে আকৃষ্ট করছে।

টিপু সুলতান নামের একজন বিক্রয় প্রতিনিধি বলেন, তাদের প্যাভিলিয়ন হচ্ছে ৩ তলাবিশিষ্ট। একই ডিজাইনের দুটি ওয়ালটন প্যাভিলিয়নের প্রতিটির আয়তন ৭ হাজার ৫০০ বর্গফুট। মেলার প্রধান ফটক থেকেই দর্শনার্থীদের প্রথমেই চোখে পড়বে ২৬ এবং ২৯ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়ন দুটির দিকে।

মেলার মূল রাস্তার দুপাশে মুখোমুখি অবস্থানে প্যাভিলিয়ন দুটি রয়েছে দাঁড়িয়ে। দুটি প্যাভিলিয়ন পাশাপাশি অবস্থানের কারণে মেলার সৌন্দর্যও বৃদ্ধি করেছে।

ওয়ালটনের উভয় প্যাভিলিয়নের ডিজাইনে রয়েছে দেশি শিল্প ও ঐতিহ্যের ছোঁয়া। মেলায় আগত বিপুল দর্শনার্থীদের চাপ বিবেচনায় এক্ষেত্রে মাটির বদলে ব্যবহার করা হয়েছে কাঠ।

উভয় প্যাভিলিয়নের বিভিন্ন ফ্লোরে যাতায়াতের জন্য রয়েছে সুপরিসর লিফট। ওয়ালটনের তৈরি এই লিফট মেলায় প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের জন্য ওয়ালটনের প্যাভিলিয়নে রয়েছে চমৎকার দুটি সেলফি জোন।

প্রকৌশলী শাদী মোহাম্মদ রুম্মান বলেন, ওয়ালটনের সুবিশাল প্যাভিলিয়ন দুটি নির্মাণকাজে অনুসরণ করা হয়েছে গ্রিন টেকনোলজি মেথড। এর একপাশের দেয়ালে রয়েছে সম্পূর্ণ কৃত্রিম ঘাস। রাখা হয়েছে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা।

কাঠামো নির্মাণ, অভ্যন্তরীণ সাজসজ্জায়, বৈদ্যুতিক সংযোগ স্থাপনে ব্যবহার করা হয়েছে ফায়ার রেসিস্ট্যান্ট ক্যাবলস, স্টিলের কাঠামো, এসিপি (অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল) বোর্ড।

ওয়ালটনের ২৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের নিচতলায় প্রদর্শন করা হচ্ছে ওয়ালটন রেফ্রিজারেটর ও কমেপ্রসার। একপাশে রয়েছে গোছানো স্মার্ট রান্নাঘর। যা সাজানো হয়েছে ওয়ালটনের বিভিন্ন গৃহস্থালি পণ্য দিয়ে। দ্বিতীয় তলায় রয়েছে এয়ারকন্ডিশনার, লিফট এবং হোম অ্যাপ্লায়েন্স।

ওয়ালটনের ২৯ নং প্রিমিয়ার প্যাভিলিয়নের নিচতলা সাজানো হয়েছে টেলিভিশন এবং ইলেকট্রিক পণ্য দিয়ে। দ্বিতীয় তলায় রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ-কম্পিউটার ইত্যাদি প্রযুক্তিপণ্যের সমাহার।

বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর বলেন, ওয়ালটন বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড। যে কারণে ওয়ালটনের প্রতি রয়েছে সবার বাড়তি আকর্ষণ।

ওয়ালটন শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বাণিজ্য মেলায় প্যাভিলিয়নের ডিজাইন এবং অত্যাধুনিক পণ্যের সমাহার দেখে দর্শনার্থীরা বিষয়টি সহজেই অনুধাবন করতে পারবেন বলে তিনি জানান।