ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আগাছা উপড়ে ফেলতে হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / 24

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব গত সপ্তাহে বলেছে পাকিস্তান নাকি এর চেয়ে ভালো ছিল! কোন দিক দিয়ে ভালো ছিল প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ব্যালট যুদ্ধে এই আগাছা উপড়ে ফেলতে হবে, তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। এদের রাজনৈতিক কবর রচনা করতে হবে। যাতে আর ভবিষ্যতে ধৃষ্টতামূলক আচরণ করতে না পারে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে রাউজান পৌরসভায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গণ পাঠাগার, পৌরসভা দৃষ্টিনন্দন ছাদ বাগানের উদ্বোধন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজনটিতে প্রধান বক্তা হিসেবে ছিলেন- রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। রাউজান পৌরসভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দীন পারভেজ। উপজেলায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন।

বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী। উপস্থিত ছিলেন- উপজেলা আ. লীগের সিনি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাউন্সিলর কাজী মো. ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, কাউন্সিলর আলমগীর আলী, জসিম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরী, শওকত হাসান, আজাদ হোসেন, নাছিমা আকতার, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, পিআইও নিয়াজ মোরশেদ, ইউপি চেয়ারম্যান সরোয়াদী সিকদার, আবদুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দীন হিরু, নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী, রোকন উদ্দীন, প্রিয়তোষ চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রবীন্দ্র লাল চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক নির্মাণাধীন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিদর্শন শেষে মুজিব-ইন্দিরা স্মৃতি রক্ষায় জেলা পরিষদের ডাক বাংলো প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে রাউজান পৌরসভায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গণপাঠাগার, পৌরসভার দৃষ্টিনন্দন ছাদবাগান উদ্বোধন করেন।

এরপর মন্ত্রী মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের কবর জেয়ারত ও স্মৃতিবৃক্ষ রোপণ, গণপাঠাগার, সড়ক ও তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাস্টার দা সূর্যসেন পল্লী ও শেখ কামাল কমপ্লেক্স পরিদর্শনের মধ্য দিয়ে রাউজান সফর শেষ করেন তিনি।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

আগাছা উপড়ে ফেলতে হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আপডেট টাইম : ০৮:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব গত সপ্তাহে বলেছে পাকিস্তান নাকি এর চেয়ে ভালো ছিল! কোন দিক দিয়ে ভালো ছিল প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ব্যালট যুদ্ধে এই আগাছা উপড়ে ফেলতে হবে, তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। এদের রাজনৈতিক কবর রচনা করতে হবে। যাতে আর ভবিষ্যতে ধৃষ্টতামূলক আচরণ করতে না পারে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে রাউজান পৌরসভায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গণ পাঠাগার, পৌরসভা দৃষ্টিনন্দন ছাদ বাগানের উদ্বোধন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজনটিতে প্রধান বক্তা হিসেবে ছিলেন- রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। রাউজান পৌরসভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দীন পারভেজ। উপজেলায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন।

বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী। উপস্থিত ছিলেন- উপজেলা আ. লীগের সিনি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাউন্সিলর কাজী মো. ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, কাউন্সিলর আলমগীর আলী, জসিম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরী, শওকত হাসান, আজাদ হোসেন, নাছিমা আকতার, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, পিআইও নিয়াজ মোরশেদ, ইউপি চেয়ারম্যান সরোয়াদী সিকদার, আবদুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দীন হিরু, নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী, রোকন উদ্দীন, প্রিয়তোষ চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রবীন্দ্র লাল চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক নির্মাণাধীন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিদর্শন শেষে মুজিব-ইন্দিরা স্মৃতি রক্ষায় জেলা পরিষদের ডাক বাংলো প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে রাউজান পৌরসভায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গণপাঠাগার, পৌরসভার দৃষ্টিনন্দন ছাদবাগান উদ্বোধন করেন।

এরপর মন্ত্রী মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের কবর জেয়ারত ও স্মৃতিবৃক্ষ রোপণ, গণপাঠাগার, সড়ক ও তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাস্টার দা সূর্যসেন পল্লী ও শেখ কামাল কমপ্লেক্স পরিদর্শনের মধ্য দিয়ে রাউজান সফর শেষ করেন তিনি।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button