ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৬৫ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
  • / 25

সমুদ্রে মাছ ধরার ওপর সরকারের দেয়া টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শনিবার (২৩ জুলাই) মধ্যরাতে শেষ হচ্ছে। তাই রাত থেকেই সাগরে ছুটবে জেলেরা। ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। তাই জেলে পাড়াগুলোতে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি চলছে।

৬৫ দিন পর সাগরে যেতে কেউ ওঠাচ্ছেন জাল, কেউ ট্রলারে বরফ তুলছেন। আবার কেউ ট্রলার মেরামতের কাজ সেরে নিচ্ছেন। জেলেরা বলছেন, বেকার সময় ঋণগ্রস্ত হয়েছেন বহু জেলে। খাদ্য সহায়তা হিসেবে চাল পেলেও, তা দিয়ে সংসার চলে না। সাগরে ইলিশ ধরা পড়লে ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন জেলেরা।

এদিকে, ইলিশ মৌসুমে সমুদ্রের জলদস্যুতা প্রতিরোধে আইন শৃঙ্খলাবাহিনীর বাড়তি নজরদারি প্রয়োজন বলে জানান মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। অবিলম্বে র‍্যাবের ঘাঁটি স্থাপনের দাবি তার।

এর আগে, মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করাসহ জীববৈচিত্র্য রক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

৬৫ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা

আপডেট টাইম : ০৬:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২

সমুদ্রে মাছ ধরার ওপর সরকারের দেয়া টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শনিবার (২৩ জুলাই) মধ্যরাতে শেষ হচ্ছে। তাই রাত থেকেই সাগরে ছুটবে জেলেরা। ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। তাই জেলে পাড়াগুলোতে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি চলছে।

৬৫ দিন পর সাগরে যেতে কেউ ওঠাচ্ছেন জাল, কেউ ট্রলারে বরফ তুলছেন। আবার কেউ ট্রলার মেরামতের কাজ সেরে নিচ্ছেন। জেলেরা বলছেন, বেকার সময় ঋণগ্রস্ত হয়েছেন বহু জেলে। খাদ্য সহায়তা হিসেবে চাল পেলেও, তা দিয়ে সংসার চলে না। সাগরে ইলিশ ধরা পড়লে ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন জেলেরা।

এদিকে, ইলিশ মৌসুমে সমুদ্রের জলদস্যুতা প্রতিরোধে আইন শৃঙ্খলাবাহিনীর বাড়তি নজরদারি প্রয়োজন বলে জানান মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। অবিলম্বে র‍্যাবের ঘাঁটি স্থাপনের দাবি তার।

এর আগে, মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করাসহ জীববৈচিত্র্য রক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে।

নিউজ লাইট ৭১