ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্স করে গাঁজা পাচার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 25

অভিনব কায়দায় অ্যাম্বুলেন্স করে পাচার করা হচ্ছিলো গাঁজা। তবে শেষ রক্ষা হয়নি। রাজধানীর কমলাপুর এলাকা থেকে একশ’ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ।

গ্রেপ্তাররা হলো, মো. হান্নান, মো. রমজান মিয়া ও মো. ওমর আলী।

বৃহস্পতিবার বিকেলে শাহজাহানপুর থানার দক্ষিণ কমলাপুর টিটি পাড়া বস্তির মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে। এ সময় গাঁজা বহনকারী একটি অ্যাম্বুলেন্সও জব্দ করে ডিবি পুলিশ।

এবিষয়ে ডিবি ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, কিছু মাদক ব্যবসায়ী শাহজাহানপুর থানার দক্ষিণ কমলাপুর টিটি পাড়া বস্তির মেইন গেটের সামনে গাঁজা কেনা-বেচা করার জন্য অবস্থান করছে বলছে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে হান্নান, রমজান ও ওমর নামের ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করা হয় ১০০ কেজি গাঁজা।

ডিএমপির শাহজাহানপুর থানায় মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অ্যাম্বুলেন্স করে গাঁজা পাচার

আপডেট টাইম : ০৫:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

অভিনব কায়দায় অ্যাম্বুলেন্স করে পাচার করা হচ্ছিলো গাঁজা। তবে শেষ রক্ষা হয়নি। রাজধানীর কমলাপুর এলাকা থেকে একশ’ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ।

গ্রেপ্তাররা হলো, মো. হান্নান, মো. রমজান মিয়া ও মো. ওমর আলী।

বৃহস্পতিবার বিকেলে শাহজাহানপুর থানার দক্ষিণ কমলাপুর টিটি পাড়া বস্তির মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে। এ সময় গাঁজা বহনকারী একটি অ্যাম্বুলেন্সও জব্দ করে ডিবি পুলিশ।

এবিষয়ে ডিবি ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, কিছু মাদক ব্যবসায়ী শাহজাহানপুর থানার দক্ষিণ কমলাপুর টিটি পাড়া বস্তির মেইন গেটের সামনে গাঁজা কেনা-বেচা করার জন্য অবস্থান করছে বলছে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে হান্নান, রমজান ও ওমর নামের ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করা হয় ১০০ কেজি গাঁজা।

ডিএমপির শাহজাহানপুর থানায় মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

নিউজ লাইট ৭১