নগর বাসে দুই মেয়র
- আপডেট টাইম : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / 32
রাজধানী জুড়ে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে চালু হলো ঢাকা নগর পরিবহন। রোববার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের বিআরটিসি ডিপোতে এক অনুষ্ঠানে যাত্রীদের ভোগান্তি নিরসনে নগর বাস নামে বাসসেবার উদ্বোধন করা হয়।
এ বাস রুট রেশনালাইজেশনের এই কার্যক্রম সচিবালয় থেকে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উদ্বোধন অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম একটি বাসে (ট্রান্সসিলভা) চড়ে যাত্রা শুরু করেন পরে তাঁরা রাজধানীর শংকর বাসস্ট্যান্ডে গিয়ে নেমে যান। এ যাত্রা পথের ১১ টাকার ভাড়া টিকিট কেটেই ওঠেন দুই মেয়র।
কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের এ রুটে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস নিয়ে রেশনালাইজেশনের কার্যক্রম শুরু হলো। ঘাটারচর-কাঁচপুর রুটে বিআরটিসি এবং ট্রান্সসিলভার বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
নিউজ লাইট ৭১