বিদেশ থেকে ৬ লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার
- আপডেট টাইম : ০৬:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / 43
বাজার নিয়ন্ত্রণে রাখতে বিদেশ থেকে ৬ লাখ ১৩ হাজার টন চাল আনতে বেসরকারি খাতকে অনুমোদন দিয়েছে সরকার। রোববার খাদ্য মন্ত্রণালয় ৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬ হাজার টন সেদ্ধ চাল এবং ১৬ হাজার টন আতপ চাল আমদানির অনুমোদন দেয়।
এর আগে গত শনিবার ৯২টি প্রতিষ্ঠানের অনুকূলে ৩ লাখ ৫৮ হাজার টন সেদ্ধ চাল এবং ৩৩ হাজার টন আতপ চাল আমদানির অনুমোদন দেয়া হয়।
এ বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ঊর্ধমুখী চালের বাজারের নিয়ন্ত্রণের জন্য সরকারকে চাল আমদানি করতে হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান বলেন, আগামী ২৫ আগস্ট পর্যন্ত চাল আমদানির জন্য অনুমোদন দেয়ার চিন্তা করছে সরকার। তবে এর মধ্যে চাল আমদানি নিয়ে ব্যবসায়ীদের আগ্রহ কমে এসেছে।
এদিকে চাল আমদানির জন্য গত বছরও সরকারি পর্যায়ের পাশাপাশি বেসরকারি খাতে অনুমোদন দেয় সরকার। কিন্তু অনুমোদন দিলেও শেষ পর্যন্ত সবাই সেই অনুযায়ী চাল আমদানি করেননি।
চাল আমদানির ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষার জন্য কিছু শর্ত দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
শর্তগুলো হল: বরাদ্দ আদেশ জারির ১৫ দিনের মধ্যে ঋণপত্র-এলসি খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য বিল অব এন্ট্রিসহ খাদ্য মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে ইমেইল করতে হবে, বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সব চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে, বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) জারি করা যাবে না, আমদানি করা চাল পুনঃপ্যাকেটজাত করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে এলসি খুলতে না পারলে বরাদ্দ আদেশ বাতিল হবে।
অন্যদিকে সাময়িক সময়ের জন্য চাল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছে এনবিআর। এটা অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। ফলে এখন মোট ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।
নিউজ লাইট ৭১