ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন
- আপডেট টাইম : ০৬:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / 90
নিউজ লাইট ৭১ঃ আর মাত্র ৬টি ইলেকটোরাল ভোট পেলে হোয়াইট হাউজের চাবি বুঝে নিবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সর্বশেষ জর্জিয়া ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি।
জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের চেয়ে বাইডেন ৫,৫৮৭ ভোটে এগিয়ে আছেন বলে জানিয়েছেন এক নির্বাচন কর্মকর্তা।
শুক্রবার (৬ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
জর্জিয়ায় ইলেকটোরাল কলেজের ভোট ১৬টি। ফলে বাইডেন এখানে জিতলে তার ইলেকটোরাল ভোটের সংখ্যা হবে ২৬৯ – চূড়ান্ত জয় থেকে মাত্র এক ভোটের দূরত্ব। শুধু তাই নয়, জর্জিয়ায় বাইডেনের জয় ডনাল্ড ট্রাম্পের পরাজয় নিশ্চিত করে দেবে। কেননা বাকি অঙ্গরাজ্যগুলোর সবগুলিতে জিতলেও ট্রাম্পের পক্ষে ২৭০ ইলেকটোরাল ভোট পাওয়া আর সম্ভব হবে না।
ট্রাম্পের সম্ভাবনা এমনিতেও নির্বাপিত। কেননা নেভাদা ও অ্যারিজোনাতেও এগিয়ে ছিলেন বাইডেন। এখন পেনসিলভেনিয়াতেও এগিয়ে যাওয়ায় ট্রাম্পের পরাজয় প্রায় নিশ্চিত হলো। রাজ্যটিতে ইলেকটোরাল ভোটের সংখ্যা ২০টি। রাজ্যটিতে জিতোলে বাইডেনের ভোট হবে ২৭৩ টি। যা তার জয়কে সুনিশ্চিত করবে।
৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখনো ছয়টির ফল পাওয়া যায়নি। এগুলো হলো, অ্যারিজোনা, নেভাদা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা ও আলাস্কা।
৪৪টি অঙ্গরাজ্যের ২৫৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন। ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ১২০ বছরের ইতিহাসে রেকর্ড সংখ্যক ৬৬.৯ শতাংশ ভোট পড়েছে এবার।
সূত্র: বিবিসি