ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাঙ্গচিত্র প্রদর্শনীতে সরকারের কোনো হাত নেই

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / 86

৭১: অবশেষে নিজ সিদ্ধান্ত থেকে সরে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। মুসলমানদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রকাশ এবং তার পক্ষে আগের অবস্থান নিয়ে এবার ভিন্ন বক্তব্য দিলেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাতকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রকাশ করায় মুসলমানদের অনুভূতিতে আঘাত লেগেছে; এখন আমি সেটা বুঝতে পেরেছি। তবে ব্যাঙ্গচিত্র প্রদর্শনীতে সরকারের কোনো হাত নেই। এটি একটি স্বাধীন সংবাদপত্র প্রকাশ করেছে। পত্রিকাগুলোর উপর সরকারের কোনো হাত নেই।

ম্যাঁক্রো বলেন, কার্টুন ইস্যুতে আমার বক্তব্য সঠিকভাবে প্রচার না হওয়ায় মানুষ ধরে নিয়েছে আমি কার্টুন প্রকাশকে সমর্থন করছি।

প্রেসিডেন্ট বলেন, আমার বক্তব্য প্রকাশ হওয়ার পর মুসলিমদের অনুভূতি আমি বুঝতে পরেছি। তাদের অনুভূতিকে আমি সম্মান জানাই। কিন্তু সবাইকে বুঝতে হবে, আমি বর্তমানে কি ভূমিকা পালন করছি।

এর আগে, ম্যাঁক্রোর বিতর্কিত মন্তব্যের পরই তুরস্ক এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ নিন্দা জানিয়েছে। শুধু আরবরাই নয় পুরো মুসলিম বিশ্বেই ফরাসি পণ্য বয়কটের হিড়িক পড়েছে।

Tag :

শেয়ার করুন

ব্যাঙ্গচিত্র প্রদর্শনীতে সরকারের কোনো হাত নেই

আপডেট টাইম : ০২:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০

৭১: অবশেষে নিজ সিদ্ধান্ত থেকে সরে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। মুসলমানদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রকাশ এবং তার পক্ষে আগের অবস্থান নিয়ে এবার ভিন্ন বক্তব্য দিলেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাতকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রকাশ করায় মুসলমানদের অনুভূতিতে আঘাত লেগেছে; এখন আমি সেটা বুঝতে পেরেছি। তবে ব্যাঙ্গচিত্র প্রদর্শনীতে সরকারের কোনো হাত নেই। এটি একটি স্বাধীন সংবাদপত্র প্রকাশ করেছে। পত্রিকাগুলোর উপর সরকারের কোনো হাত নেই।

ম্যাঁক্রো বলেন, কার্টুন ইস্যুতে আমার বক্তব্য সঠিকভাবে প্রচার না হওয়ায় মানুষ ধরে নিয়েছে আমি কার্টুন প্রকাশকে সমর্থন করছি।

প্রেসিডেন্ট বলেন, আমার বক্তব্য প্রকাশ হওয়ার পর মুসলিমদের অনুভূতি আমি বুঝতে পরেছি। তাদের অনুভূতিকে আমি সম্মান জানাই। কিন্তু সবাইকে বুঝতে হবে, আমি বর্তমানে কি ভূমিকা পালন করছি।

এর আগে, ম্যাঁক্রোর বিতর্কিত মন্তব্যের পরই তুরস্ক এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ নিন্দা জানিয়েছে। শুধু আরবরাই নয় পুরো মুসলিম বিশ্বেই ফরাসি পণ্য বয়কটের হিড়িক পড়েছে।