ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিরতি ভাঙলেন তিশা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০১:০১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / 82

৭১: করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকেই অভিনয়ে বিরতি নিয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা। লকডাউন শেষ হওয়ার পর অন্যান্য তারকা শিল্পী অভিনয়ে ফিরলেও তিনি ছিলেন নিশ্চুপ।

সম্প্রতি আবারও নাটকে অভিনয়ের মধ্য দিয়ে বিরতি ভাঙলেন তিশা। এরই মধ্যে শুটিং করেছেন সকাল আহমেদের পরিচালনায় ‘রাত গভীর হয়’ নামে একটি নাটকের। এছাড়া একাধিক নাটকে অভিনয়ের কথা চলছে এ অভিনেত্রীর।

অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে তিশা বলেন, এখন যেহেতু স্বাস্থ্যবিধি মেনে কাজ হচ্ছে, তাই কাজ করতে উৎসাহ পাচ্ছি।

তাছাড়া নিজের নিরাপত্তার কাজটি নিজেও অনুসরণ করছি। কাজে ফেরার পর প্রথম নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা ভালো। এ সেটের মতো পরিবেশ হলে কাজ করতে তেমন অসুবিধা হবে না।

এদিকে ছবি নিয়েও ব্যস্ত হচ্ছেন তিশা। দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘ঢাকা-২০৪০’ নামের একটি ছবিতে অভিনয় শুরু করেছেন লকডাউনের আগেই। চলতি মাসে এর বাকি অংশের শুটিং শুরু হবে।

এছাড়া সম্প্রতি ‘ভালোবাসা প্রীতিলতা’ নামের সরকারি অনুদানে নির্মিতব্য একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রদীপ ঘোষের পরিচালনায় এতে তিশা প্রীতিলতার চরিত্রে অভিনয় করবেন। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।facebook sharing button whatsapp sharing button

Tag :

শেয়ার করুন

বিরতি ভাঙলেন তিশা

আপডেট টাইম : ০৬:০১:০১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০

৭১: করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকেই অভিনয়ে বিরতি নিয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা। লকডাউন শেষ হওয়ার পর অন্যান্য তারকা শিল্পী অভিনয়ে ফিরলেও তিনি ছিলেন নিশ্চুপ।

সম্প্রতি আবারও নাটকে অভিনয়ের মধ্য দিয়ে বিরতি ভাঙলেন তিশা। এরই মধ্যে শুটিং করেছেন সকাল আহমেদের পরিচালনায় ‘রাত গভীর হয়’ নামে একটি নাটকের। এছাড়া একাধিক নাটকে অভিনয়ের কথা চলছে এ অভিনেত্রীর।

অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে তিশা বলেন, এখন যেহেতু স্বাস্থ্যবিধি মেনে কাজ হচ্ছে, তাই কাজ করতে উৎসাহ পাচ্ছি।

তাছাড়া নিজের নিরাপত্তার কাজটি নিজেও অনুসরণ করছি। কাজে ফেরার পর প্রথম নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা ভালো। এ সেটের মতো পরিবেশ হলে কাজ করতে তেমন অসুবিধা হবে না।

এদিকে ছবি নিয়েও ব্যস্ত হচ্ছেন তিশা। দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘ঢাকা-২০৪০’ নামের একটি ছবিতে অভিনয় শুরু করেছেন লকডাউনের আগেই। চলতি মাসে এর বাকি অংশের শুটিং শুরু হবে।

এছাড়া সম্প্রতি ‘ভালোবাসা প্রীতিলতা’ নামের সরকারি অনুদানে নির্মিতব্য একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রদীপ ঘোষের পরিচালনায় এতে তিশা প্রীতিলতার চরিত্রে অভিনয় করবেন। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।facebook sharing button whatsapp sharing button