ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবার আরেক ইউএনওর ওপর হামলা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / 80

৭১: বগুড়ায় শেরপুরে নদী থেকে বালু উত্তোলনে বাধা দেয়ায় ইউএনও লিয়াকত আলী শেখের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুইজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী উজ্জল মোহন্ত ও নৈশ্যপ্রহরী মনজুরুল হক রনজু আহত হন।

তবে ইউএনওর কিছুই হয়নি। তিনি পুরোপুরি সুস্থ আছেন।

এদিকে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার খামারকান্দি ইউপির নলডাঙ্গী গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। পরে ইউএনও লিয়াকত ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় সেখানে পাইপ, মেশিন দেখে তা সরানোর নির্দেশ দেন তিনি।

তবে সেখানে বালু উত্তোলনের কাজে নিয়োজিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। পরে ইউএনওর নির্দেশে পাইপ ও যন্ত্রপাতি সরাতে থাকেন উপজেলা প্রশাসনের লোকজন।

এমন সময় কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে গিয়ে তাদের কাজে বাধা দেয়। এক পর্যায়ে তারা বাঁশ ও লাঠি দিয়ে উপজেলা প্রশাসনের গাড়িতে হামলা চালিয়ে গাড়ির জানালার গ্লাস ভাঙচুর করে।

এদিকে হামলার এক পর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী উজ্জ্বল মোহন্ত ও নৈশপ্রহরী মুঞ্জুরুল হক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যান।

এই প্রসঙ্গে শেরপুর থানার ওসি (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইউএনও লিয়াকতসহ সবাইকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

তিনি জানান, এ ঘটনায় জড়িত প্রকৃত কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। অভিযান চলমান রয়েছে।

এর আগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটেছিল।

Tag :

শেয়ার করুন

এবার আরেক ইউএনওর ওপর হামলা

আপডেট টাইম : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০

৭১: বগুড়ায় শেরপুরে নদী থেকে বালু উত্তোলনে বাধা দেয়ায় ইউএনও লিয়াকত আলী শেখের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুইজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী উজ্জল মোহন্ত ও নৈশ্যপ্রহরী মনজুরুল হক রনজু আহত হন।

তবে ইউএনওর কিছুই হয়নি। তিনি পুরোপুরি সুস্থ আছেন।

এদিকে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার খামারকান্দি ইউপির নলডাঙ্গী গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। পরে ইউএনও লিয়াকত ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় সেখানে পাইপ, মেশিন দেখে তা সরানোর নির্দেশ দেন তিনি।

তবে সেখানে বালু উত্তোলনের কাজে নিয়োজিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। পরে ইউএনওর নির্দেশে পাইপ ও যন্ত্রপাতি সরাতে থাকেন উপজেলা প্রশাসনের লোকজন।

এমন সময় কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে গিয়ে তাদের কাজে বাধা দেয়। এক পর্যায়ে তারা বাঁশ ও লাঠি দিয়ে উপজেলা প্রশাসনের গাড়িতে হামলা চালিয়ে গাড়ির জানালার গ্লাস ভাঙচুর করে।

এদিকে হামলার এক পর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী উজ্জ্বল মোহন্ত ও নৈশপ্রহরী মুঞ্জুরুল হক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যান।

এই প্রসঙ্গে শেরপুর থানার ওসি (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইউএনও লিয়াকতসহ সবাইকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

তিনি জানান, এ ঘটনায় জড়িত প্রকৃত কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। অভিযান চলমান রয়েছে।

এর আগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটেছিল।