বাফুফে নির্বাচন: চলছে ভোট গ্রহণ
- আপডেট টাইম : ০৫:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / 85
৭১: আগামী চার বছর কাদের হাত ধরে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে, সেটি নির্ধারণের দিন আজ। চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর ২টা থেকে শুরু হয়েছে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সকাল থেকে শুরু হওয়া বাফুফের কংগ্রেস দুপুর ২টার আগেই শেষ হয়ে গেছে। উৎসাহ-উদ্দীপনায় কাউন্সিলররা সেখানে যোগ দিয়েছেন। এরপরই শুরু হয়েছে কাঙ্ক্ষিত ভোট গ্রহণ। এবার ভোট দেওয়ার কথা ১৩৯ জন কাউন্সিলরের। ভোটাররা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।
দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল, যার নিয়ন্ত্রক বাফুফে। চার বছর পরপর এই সংস্থাটির নির্বাচন হয়ে থাকে। আজ (শনিবার) সেই দিন। নির্বাচনে পরিষ্কারভাবে দুটি প্যানেল অংশ নিয়েছে। একটি হলো, বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। অন্যটি শেখ মোহাম্মদ আসলামের নেতৃতে সমন্বয় পরিষদ। এছাড়া আছে একাধিক স্বতন্ত্র প্রার্থী।
সকাল ১১টায় শুরু হয় বার্ষিক কংগ্রেস। সেখানে আলোচনা হয়েছে বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট নিয়ে। এরপর দুপুর ২টা থেকে শুরু হয়েছে নির্বাচনের আসল কারযক্রম ভোট। এবারের নির্বাচনে নির্বাহী পরিষদের ২১টি পদে দাঁড়িয়েছেন ৪৭ প্রার্থী। সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে ভোট গ্রহণ, এরপর গণনা।
প্রতিটি পদেই লড়াই হওয়ার ইঙ্গিত মিলেছে। সভাপতি পদে তিন জন, সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে আটজন ও সদস্য পদে ৩৬ জন অংশ নিয়েছেন।