ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টিআইবির প্রতিবেদন নির্ভরযোগ্য নয়: কাদের

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • / 95

৭১: সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে, টিআইবি’র দেওয়া প্রতিবেদন সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ভিত্তিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এমব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে, সকল কার্যক্রমে অংশ নিচ্ছে।

জনগণের ভোট নিয়ে তারা যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় তো সংসদের নয় বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এমপিদের মধ্যে কেউ আইনজীবী, চিকিৎসক আবার কেউ ব্যবসার সাথে জড়িত, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তারা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তা তো অপরাধ নয়।

উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বিএনপির এমন মিথ্যা অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের চিরাচরিত অভিযোগ।

বিএনপি উপ-নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা শেষ পর্যন্ত মাঠে থাকবে কি না তা জনগণ বিশ্বাস করতে পারছে না।

বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকুক তা আমরাও চাই, জনগণ যে রায় দিবেন তা আমরা মেনে নিবো বলে বিএনপিকে আস্বস্ত করেন ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও নির্মাণ ব্যয় কমিয়ে কাজের গুনগত মান বৃদ্ধি করতে হবে।

এ সময় মন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।facebook sharing button whatsapp sharing button

Tag :

শেয়ার করুন

টিআইবির প্রতিবেদন নির্ভরযোগ্য নয়: কাদের

আপডেট টাইম : ০৫:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০

৭১: সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে, টিআইবি’র দেওয়া প্রতিবেদন সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ভিত্তিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এমব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে, সকল কার্যক্রমে অংশ নিচ্ছে।

জনগণের ভোট নিয়ে তারা যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় তো সংসদের নয় বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এমপিদের মধ্যে কেউ আইনজীবী, চিকিৎসক আবার কেউ ব্যবসার সাথে জড়িত, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তারা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তা তো অপরাধ নয়।

উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বিএনপির এমন মিথ্যা অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের চিরাচরিত অভিযোগ।

বিএনপি উপ-নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা শেষ পর্যন্ত মাঠে থাকবে কি না তা জনগণ বিশ্বাস করতে পারছে না।

বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকুক তা আমরাও চাই, জনগণ যে রায় দিবেন তা আমরা মেনে নিবো বলে বিএনপিকে আস্বস্ত করেন ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও নির্মাণ ব্যয় কমিয়ে কাজের গুনগত মান বৃদ্ধি করতে হবে।

এ সময় মন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।facebook sharing button whatsapp sharing button