সড়কে আর দেখা যাবে না এনা পরিবহন!
- আপডেট টাইম : ০৫:১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / 86
৭১: ফেনীর সড়কে আর দেখা যাবে এনা পরিবহন। অব্যাহত লোকসানের কারণে ফেনীতে স্টার লাইন পরিবহনের কাছে নিজেদের সবগুলো বাস বিক্রি করে দিয়ে ব্যবসা গুটিয়ে নিয়েছে এনা পরিবহন।
গেলো ২৮ সেপ্টেম্বর এনা পরিবহন তাদের বাসগুলোকে স্টার লাইনকে বুঝিয়ে দিয়েছে।
এনা পরিবহনের মালিক খোন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এনা পরিবহনের মালিক খোন্দকার এনায়েত উল্লাহ জানান, অব্যাহত লোকসানের কারণে তিনি ফেনী থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। ফেনী-ঢাকা রুটে তাদের ৩৪টি বাস চলাচল করতো, সবগুলো স্টার লাইনের কাছে বিক্রি করে দিয়েছেন।
তিনি আরো জানান, এনার ছাগলনাইয়ার বাস টার্মিনালাটিও কিনে নেয় স্টার লাইন পরিবহন। প্রতিমাসে ১৫ থেকে ১৬ লাখ টাকা লোকশান গুনছিলেন তারা।
স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, এনা পরিবহন ইতোমধ্যেই তাদের বাসগুলো স্টার লাইনকে বুঝিয়ে দিয়েছে। এনা পরিবহন ফেনীতে ব্যবসা পরিচালনা করতে এসেছিল, কিন্তু অব্যাহত লোকসানের কারণে তা টিকিয়ে রাখা সম্ভব না হওয়ায় স্টার লাইনের কাছে তাদের বাসগুলো বিক্রি করতে চায়। স্টার লাইন এতে সম্মত হয়ে বাসগুলো কিনে নেয়।
মাইন উদ্দিন আরো জানান, স্টার লাইন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। আগামীতেও মানুষকে সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ১০টি বাস নিয়ে ফেনী-ঢাকা রুটে পরিবহন সেবা চালু করে এনা ট্রান্সপোর্ট। পর্যায়ক্রমে ছাগলনাইয়ায় নিজস্ব টার্মিনাল ও ২৮টি বাস নিয়ে কার্যক্রম চালু রাখলেও ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি।