ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তাঘাট পরিচ্ছন্নে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দরকার : আতিকুল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • / 84

৭১: রাস্তাঘাট পরিচ্ছন্নে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দরকার বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সিটি করপোরেশনের জন্য সুইপার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম জানান, ডিএনসিসি এলাকার সড়ক পরিচ্ছন্ন করার জন্য কমপক্ষে ৬০টি সুইপার মেশিন প্রয়োজন হলেও আছে ১৪টি। নতুন ওয়ার্ড হিসাব করলে সংখ্যাটি আরও কম।

তিনি বলেন, রাস্তা পরিষ্কার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গত ৪ বছরে ডিএনসিসির ৩৭ জন পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ালে পরিচ্ছন্নকর্মীদের ঝুঁকি কমবে।

“আমরা রাস্তাঘাট পরিচ্ছন্ন করতে সনাতন থেকে স্বয়ংক্রিয় পদ্ধতির দিতে যাচ্ছি। আমাদের আরও যন্ত্রপাতি দরকার। মাননীয় মন্ত্রী এ বিষয়টি বিবেচনা করবেন।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হেলালুদ্দিনসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এসব মেশিন সরবরাহ করেছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড। বুধবার ঢাকার দুই সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে এসব গাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকী সিটি করপোরেশনেও সুইপার মেশিন দেওয়া হবে।

Tag :

শেয়ার করুন

রাস্তাঘাট পরিচ্ছন্নে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দরকার : আতিকুল

আপডেট টাইম : ০৬:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

৭১: রাস্তাঘাট পরিচ্ছন্নে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দরকার বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সিটি করপোরেশনের জন্য সুইপার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম জানান, ডিএনসিসি এলাকার সড়ক পরিচ্ছন্ন করার জন্য কমপক্ষে ৬০টি সুইপার মেশিন প্রয়োজন হলেও আছে ১৪টি। নতুন ওয়ার্ড হিসাব করলে সংখ্যাটি আরও কম।

তিনি বলেন, রাস্তা পরিষ্কার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গত ৪ বছরে ডিএনসিসির ৩৭ জন পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ালে পরিচ্ছন্নকর্মীদের ঝুঁকি কমবে।

“আমরা রাস্তাঘাট পরিচ্ছন্ন করতে সনাতন থেকে স্বয়ংক্রিয় পদ্ধতির দিতে যাচ্ছি। আমাদের আরও যন্ত্রপাতি দরকার। মাননীয় মন্ত্রী এ বিষয়টি বিবেচনা করবেন।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হেলালুদ্দিনসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এসব মেশিন সরবরাহ করেছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড। বুধবার ঢাকার দুই সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে এসব গাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকী সিটি করপোরেশনেও সুইপার মেশিন দেওয়া হবে।