যে কারণে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে ভারত
- আপডেট টাইম : ০৫:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / 82
৭১: চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই বিপুল পরিমাণ অস্ত্র কিনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। যাতে খরচ হচ্ছে প্রায় দুই হাজার ২৯০ কোটি টাকা।
দেশটির সেনাবাহিনীর আবেদনের প্রেক্ষিতে অস্ত্র কেনার এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার।
সেনা সূত্র জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৭২ হাজার অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত।
মূলত চীন এবং পাকিস্তান সীমান্তে যে সেনারা মোতায়েন রয়েছেন, তাদেরকে এই রাইফেল দেয়া হবে। রাইফেল কিনতে খরচ হচ্ছে ৭৮০ কোটি টাকা।
ভারতীয় স্থল বাহিনীর জন্য রাইফেলের পাশাপাশি আধুনিক মেশিন গান এবং কারবাইন কেনা হচ্ছে। একই সঙ্গে উন্নত রেডিও সেটও কেনা হচ্ছে।
রাইফেল ছাড়াও স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন সিস্টেম কেনা হবে বলে জানা গিয়েছে। মূলত নৌসেনার হাতে ওই অস্ত্র তুলে দেওয়া হবে।
৯৭০ কোটি টাকা ব্যয় করে ভারত যে নতুন অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন কিনছে, তা অনেক বেশি শক্তিশালী বলে সেনা সূত্র জানিয়েছে।
সূত্র: ডয়েচে ভেলে