বদরগঞ্জের রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- আপডেট টাইম : ০৫:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / 115
৭১: রংপুরের বদরগঞ্জের রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ওই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব। তাঁকে সহযোগিতা করেন বদরগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) রেহেমুন্না তারান্নুমা।
আজ দুপুর ১টা পর্যন্ত বদরগঞ্জ পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকার রেল লাইণের দু’ধারের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা স্কেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
এ সময় বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব এ প্রতিবেদনকে বলেন, এখানে রেলওয়ের ৩২ একর ৫৫ শতক জায়গা রয়েছে। এর বেশিরভাগ জায়গা স্থানীয়রা অবৈধভাবে দখল করে পাকা দোকান এবং ঘর বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। এতে রেল চলাচলে বিঘ্নিত হচ্ছে। একারণে অনেক আগেই রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে অপসারণের জন্য প্রত্যেক দখলদারকে নোটিশ দিয়ে জানানোসহ মাইকে প্রচার চালানো হয়।
কিন্তু তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তা অপসারণ না করায় আজ স্কেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, রেলওয়ের সম্পুর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
বদরগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) রেহেমুন্না তারান্নুমা বলেন, ‘রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে আমি কোনো নেতৃত্ব দিচ্ছি না। আমি রয়েছি আইনশৃংখলা রক্ষার দায়িত্বে। যা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার তা রেল কর্তৃপক্ষই দিবে। ’