শিরোনাম :
রাজধানীর ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভবনে আগুন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / 82
৭১: রাজধানীর গ্রিন রোডে অবস্থিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আগুন লেগেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দুপুর ১ টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুর ১ টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
তবে আগুন লাগার সুস্পষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটির দ্বিতীয় তলা থেকে প্রচুর পরিমাণে ধোয়া বের হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
Tag :