চালু হচ্ছে ফেসবুকের ‘হাইকোর্ট’
- আপডেট টাইম : ০৫:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / 74
৭১: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ‘পর্যবেক্ষক বোর্ড’ চালু করছে ফেসবুক। আগামী অক্টোবরের মাঝামাঝি এই বোর্ড আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে বলে সোশ্যাল মিডিয়া জায়ান্টটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ফেসবুকের এই পর্যবেক্ষক বোর্ডের কাজ অনেকটা আদালতের মতো। এখানে সংক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ দায়ের করতে পারবেন। যেমন ফেসবুক কোনো পোস্ট মুছে ফেললে সেই ব্যবহারকারী ফেসবুকের আদালতে এই পদক্ষেপের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এই সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগের সত্যতা নিশ্চিত হলে বোর্ড ফেসবুক মডারেটর, নির্বাহী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সিদ্ধান্তও বাতিল ঘোষণা করতে পারবে।
আর এই আদালত চালুর ঘোষণাটি এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা তুঙ্গে। আগামী ৩ নভেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে এই নির্বাচন সংক্রান্ত প্রচুর অভিযোগের নিষ্পত্তি যে বোর্ডকে করতে তা বলাবাহুল্য।
তাত্ত্বিকভাবে ফেসবুকের পর্যবেক্ষক বোর্ডের সদস্য থাকবেন ২০ জন। যেমনটি থাকেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি প্যানেল। এই প্যানেল কোম্পানির অনেক সিদ্ধান্তকে বাতিল করে দিতে পারবে।
সূত্র: বিবিসি