মঠবাড়িয়ায় দুঃস্থ্যদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
- আপডেট টাইম : ০৫:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / 78
৭১: পিরোজপুরের মঠবাড়িয়ায় দুঃস্থ্যদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থপনা ও এান মন্ত্রনালয়ের উদ্যোগে হত দরিদ্র চার পরিবারের মাঝে ঘর ছাউনির জন্য ৫ বান্ডিল ঢেউটিন বিতরণ ও নগদ অর্থ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, অফিস সহায়ক মো. সেলিম মিয়া, প্রেসক্লাব সাবেক সভ্পাতি আবদুস সালাম আজাদী প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, উপজেলার কুমিরমার গ্রামের জালার মিয়ার স্ত্রী সাজেদা বেগমকে ২বান্ডিল ঢেইটিন ও নগদ ২ হাজার টাকা, ভেচকি গ্রামের মৃত. মজিদের ছেলে শাহজাহানকে ১ বান্ডিল ঢেইটিন ও নগদ ১ হাজার টাকা, জরিপেরচার গ্রামের আব্দুল হকের ছেলে নাসিরকে ১ বান্ডিল ঢেইটিন ও নগদ ১ হাজার টাকা ও নাগ্রভাঙা গ্রামের মৃত. কাঞ্চন আলী শরীফের ছেলে ছেলে জব্বারকে ১ বান্ডিল ঢেইটিন ও নগদ ১ হাজার টাকা দেয়া হয়েছে।