রিকশাভ্যানের নিবন্ধন ও নবায়নের সময় বাড়াল ডিএসসিসি
- আপডেট টাইম : ০৭:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / 90
৭১: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রিকশা-ভ্যানসহ অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন ও নবায়ন আবেদনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে সংগৃহীত আবেদনপত্র জমা দেয়ার মেয়াদ চারদিন বাড়িয়ে ১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, মেয়র মহোদয়ের নেতৃত্বে রিকশা-ভ্যানসহ অযান্ত্রিক বাহনগুলোর নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের যে কার্যক্রম শুরু করেছি, আমরা তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি।
তিনি বলেন, আমাদের কাছে রিকশা মালিকদের বেশ কয়েকটি সংগঠন ও রিকশাচালকরা নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছেন। সেই প্রেক্ষিতে আবেদনপত্র সংগ্রহের সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে সেসব আবেদন জমাদানের সময়সীমা চারদিন বাড়িয়ে ১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
আরিফুল হক জানান, গত ১৩ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনে সংগৃহীত আবেদন পত্রের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ২৪৮টি।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর নগর ভবন প্রাঙ্গণে ডিএসসিসি এলাকায় অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।