নাটোরে ২০ মাদকসেবী গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৬:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / 99
৭১: নাটোরে মাদকসেবন, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ২০ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৫)। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শহরের উত্তর পটুয়াপাড়া ঝালতলা মোড়ের মৃত রজব আলীর ছেলে লিটন প্রামানিক (৩২), কাঠালবাড়িয়া উত্তর চৌকিরপাড় এলাকার মৃত রহমানের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৩৯), উত্তর পোটোপাড়ার ভবানীগঞ্জ মোড় এলাকার মো. আলী আকতার খোকার ছেলে মো. টিটু (৫৩) , নারায়ণকান্দি এলাকার রেজাউল করিমের ছেলে মো. আল আমিন (২৯), কান্দিভিটা পশ্চিম পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. খোকন আহম্মেদ (৩২), নারায়ণ কান্দি নবীনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ (২৪), শহরের উত্তর পটুয়াপাড়া ঝাওতলা এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. তাহের মিয়া (৩০), কানাইখালি এলাকার মৃত নূর হোসেন তালুকদারের ছেলে মো. নুরুজ্জামান তালুকদার স্বপন (৩৮), সিংড়া উপজেলার বড় বাড়ি পশ্চিম পাড়া এলাকার শামসুল হকের ছেলে মো. মাসুদ রানা (৩৫), শহরের সভ্যতার এলাকার বাবলু প্রামানিকের ছেলে মো. জীবন হোসেন (২৫), কানাইখালি এলাকার মৃত সিদ্দিক সরকারের ছেলে উজ্জল সরকার (৩৫), সাদিকুর রহমানের ছেলে মো. ফয়সাল (৩২), জংলি কুমিল্লা পাড়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে মো. ওলিউল্লাহ (৩৮) মৃত আহমদ আলীর ছেলে মো. আক্কেল আলী (৪৫), ছাতনী পূর্বপাড়া এলাকার ফরিদ হোসেনের ছেলে মো. সজিব হোসেন (২৫), একই এলাকার মো. ভূট্টু আলী (৪০), ভাবোনি এলাকার সন্তোষ হাওলাদের ছেলে সঞ্জয় হাওলাদার (২৫), শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃত হাবিবুল্লাহ প্রামাণিকের ছেলে মো. হাবিল উদ্দিন (৩০), চকরামপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে তপন দাস (২০) ও তেবাড়িয়া হোগলবাড়িয়া হীরা লাল দাসের ছেলে কৃষ্ণরবী দাস (৩০)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ এর একটি দল।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ২০ জনই মাদকসেবী এবং কেউ কেউ বিক্রেতাও রয়েছেন। বুধবার রাতে তারা একত্রিত হয়ে শহরের মল্লিকহাটি এলাকায় মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক সংরক্ষণ, বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা-৩ গ্রাম, কলকি-১ টি, গ্যাস লাইট-৫ টি, মোবাইল ফোন-৯ টি, সিম কার্ড-১১ টি, মেমোরী কার্ড-৩ টি ও নগদ-৫ হাজার ৫০০- টাকা জব্দ করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসপি মো. রাজিবুল আহসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া মাদক সেবীরা বিভিন্ন এলাকা থেকে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন করছিলেন বলে স্বীকার করেছেন। ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা রয়েছে।