রাতে আইপিএল মিশন শুরু কেকেআরের
- আপডেট টাইম : ০৫:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / 94
৭১: আইপিএল টি-টোয়েন্টি’র ত্রয়োদশ আসরের মিশন শুরু করতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। দারুণ একটি লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব।
এটি মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বিতীয় ম্যাচ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়া দলটি দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে নামতে যাচ্ছে। ধারণা করা হয়েছিল প্রতিকূল পরিস্থিতিতে থাকা সিএসকেকে হারিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করবে মুম্বাই। কিন্তু শেষ পর্যন্ত সিএসকের কাছে শেষ পর্যন্ত ৫ উইকেটে হারতে হয় তাদের।
আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে অতীত দ্বৈরথে অনেক পিছিয়ে কেকেআর। গত ২৫টি লড়াইয়ের মধ্যে মাত্র ছয়বার জয় পেয়েছে দলটি।
কেকেআর অধিনায়ক দিনেশ কার্তিকের আশা, এবার তাদের দল অনেক শক্তিশালী এবং নতুন একটা ম্যাচ নতুনভাবে শুরু করা যাবে। অর্থাৎ মুম্বাইয়ের বিরুদ্ধে পুরোনো হিসাবটা বদলে দিতে বদ্ধপরিকর কলকাতা নাইট রাইডার্স।
সম্ভাব্য একাদশ:
কেকেআর: শুভমান গিল, সুনীল নারিন, নীতিশ রানা, আন্ড্রে রাসেল, ইয়ন মর্গান, দীনেশ কার্তিক (অধিনায়ক), প্যাট কামিন্স, শিভম মাভি, কুলদীপ যাদব, কমলেশ নাগারকোটি ও প্রসিদ্ধ কৃষ্ণ।
মুম্বাই ইন্ডিয়ান্স: কুইন্টন ডিকক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জেমস প্যাটিনসন, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ