২৫২ প্রবাসীকে নিয়ে রিয়াদে গেলো সৌদিয়ার ফ্লাইট
- আপডেট টাইম : ০৪:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / 85
৭১: করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি বাংলাদেশ বিমান যোগাযোগ বন্ধ ছিল দীর্ঘদিন। এ কারণে অনেক প্রবাসী দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। গত তিন দিন ধরে টিকিট না পেয়ে রাজধানীতে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।
এর মধ্যে প্রায় ২৫২ জন সৌদি প্রবাসীকে নিয়ে রিয়াদে পৌঁছেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টা ৫৭ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।
এদিকে, দেশে এসে আটকে পড়াদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়াতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ দূতাবাস। আসছে ৩০ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে ইকামার মেয়াদ।
সৌদি আরব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১ অক্টোবর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দিয়েছে।
তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বিমান। এ কারণে এখনও টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান।