ঝালকাঠিতে চাঁদাবাজির মামলায়া কথিত সাংবাদিক জেল হাজতে
- আপডেট টাইম : ০৪:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / 95
৭১: ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁদাবাজির মামলায় সাংবাদিক পরিচয়ধারী রাজিব (৩০) তালুকদার কে জেল হাজতে প্রেরণ করেছে। সে কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের মুজিব তালুকদারের পুত্র এবং বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার প্রতিনিধি দাবী করেছে।
কাঠালিয়া উপজেলার সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য আনইলবুনিয়া গ্রামের বাসিন্দা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে রাজিব তালুকদারসহ ৩ জনের বিরুদ্ধে ১০ জুলাই কাঠালিয়া থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাল্যবিবাহের বিষয় ইউপি সদস্যকে ভয়ভীতি এবং ফেসবুকে প্রচার করে তার মানসম্মান নষ্টকরার হুমকি দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ করা হয়েছে। ২০২০ সালের ৩০ জুন ও ৫জুলাই দু দফায় চাঁদার দাবি করা হয়েছে। এই ঘটনার সাথে অপর ২জন আসামি হচ্ছে আনইলবুনিয়া গ্রামের রাব্বানি হাওলাদার ও রাজিব খান।