শিরোনাম :
ভারতে হামলার পরিকল্পনা ছিলো ৯ জঙ্গির
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / 96
৭১: ভারতে ৯ জঙ্গিকে গ্রেপ্তার করেছে দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। রাজধানী দিল্লিসহ ভারতের বেশ কয়েকটি জায়গায় হামলার পরিকল্পনা করেছিল তাদের।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এনআইএ-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই দলটি ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার মাধ্যমে সাধারণ মানুষকে হত্যার পরিকল্পনা করেছিল।
শনিবার ভোররাতে কেরালার এরনাকুলাম এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। নয় জনের মধ্যে ছয় জনকে পশ্চিমবঙ্গ এবং বাকি তিনজনকে দক্ষিণের রাজ্য কেরালা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা পাকিস্তানে পৃষ্ঠপোষকতা পাওয়া আল কায়দা জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট’ বলেও জানায় এনআইএ। তাদেরকে নিজ নিজ রাজ্যের আদালতে উপস্থাপন করা হবে।
Tag :