ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চুক্তির পর আমিরাতে প্রথম ইসরায়েলি মডেলের ফটোশুট

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
  • / 98

৭১: ঐতিহাসিক এক চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে।

এর মধ্যে দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ ও বাণিজ্যিক ফ্লাইট চলাচলও শুরু হয়েছে। চলছে করোনা নিয়ে যৌথ গবেষণাও।

এবার আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো ইসরায়েলের এক মডেলের ফটোশুট হয়েছে।

মঙ্গলবার এই ফটোশুটে অংশ নেন ইসরায়েলি মডেল মে টেগার ও দুবাইভিত্তিক মডেল আনাস্তাসিয়া বানডারেনকা। ইসরায়েলের ফ্যাশন ব্র্যান্ড ডেল্টা ইসরায়েল এর মডেল হয়েছেন তারা।

মে টেগার বলেন, ‘ইসরায়েলের প্রথম মডেল হিসেবে এখানে শুট করতে পেরে আমি খুব গর্বিত। ইসরায়েলি ব্র্যান্ডের জন্য এখানে শুট করা প্রথম মডেলও আমি।’

তিনি বলেন, ‘আমার দেশকে এখানে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব খুশি। আমি ইসরায়েল থেকে এসেছি, এ কথাটা বলতে আমি নিরাপদ বোধ করছি।’

টেগার অবশ্য ডেনমার্কের পাসপোর্ট নিয়ে দুবাইতে গেছেন। কারণ, ইসরায়েলি পাসপোর্ট নিয়ে আমিরাতে প্রবেশে অনুমতির বিষয়টি এখনো সিস্টেমে হালনাগাদ করা হয়নি।

১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর ইহুদি রাষ্ট্রটির সঙ্গে তৃতীয় দেশ হিসেবে চুক্তি করে আরব আমিরাত। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান চুক্তি করেছিল।

এই চুক্তি অনুযায়ী ইসরায়েল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ এবং একে অপরের দেশে দূতাবাস স্থাপন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই করবেন।

এদিকে আমিরাতের পর বাহরাইন ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা বিষয়টি নিশ্চিত করেছেন। আমিরাতের সঙ্গে ইসরায়েলের চুক্তিতেও তিনি মধ্যস্থতা করেন।

Tag :

শেয়ার করুন

চুক্তির পর আমিরাতে প্রথম ইসরায়েলি মডেলের ফটোশুট

আপডেট টাইম : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

৭১: ঐতিহাসিক এক চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে।

এর মধ্যে দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ ও বাণিজ্যিক ফ্লাইট চলাচলও শুরু হয়েছে। চলছে করোনা নিয়ে যৌথ গবেষণাও।

এবার আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো ইসরায়েলের এক মডেলের ফটোশুট হয়েছে।

মঙ্গলবার এই ফটোশুটে অংশ নেন ইসরায়েলি মডেল মে টেগার ও দুবাইভিত্তিক মডেল আনাস্তাসিয়া বানডারেনকা। ইসরায়েলের ফ্যাশন ব্র্যান্ড ডেল্টা ইসরায়েল এর মডেল হয়েছেন তারা।

মে টেগার বলেন, ‘ইসরায়েলের প্রথম মডেল হিসেবে এখানে শুট করতে পেরে আমি খুব গর্বিত। ইসরায়েলি ব্র্যান্ডের জন্য এখানে শুট করা প্রথম মডেলও আমি।’

তিনি বলেন, ‘আমার দেশকে এখানে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব খুশি। আমি ইসরায়েল থেকে এসেছি, এ কথাটা বলতে আমি নিরাপদ বোধ করছি।’

টেগার অবশ্য ডেনমার্কের পাসপোর্ট নিয়ে দুবাইতে গেছেন। কারণ, ইসরায়েলি পাসপোর্ট নিয়ে আমিরাতে প্রবেশে অনুমতির বিষয়টি এখনো সিস্টেমে হালনাগাদ করা হয়নি।

১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর ইহুদি রাষ্ট্রটির সঙ্গে তৃতীয় দেশ হিসেবে চুক্তি করে আরব আমিরাত। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান চুক্তি করেছিল।

এই চুক্তি অনুযায়ী ইসরায়েল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ এবং একে অপরের দেশে দূতাবাস স্থাপন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই করবেন।

এদিকে আমিরাতের পর বাহরাইন ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা বিষয়টি নিশ্চিত করেছেন। আমিরাতের সঙ্গে ইসরায়েলের চুক্তিতেও তিনি মধ্যস্থতা করেন।