ফুলবাড়ীতে মাদকসহ গ্রাম্য ডাক্তার গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৫:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / 106
৭১: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে গ্রাম্য ডাক্তার আব্দুল লতিফ (৫৪) নামে এক মাদক ব্যাসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী ফুলবাড়ী থানার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর (ডাক্তারটারী) গ্রামের মৃত আজিজার রহমান (গেদা ব্যাপারী) এর পুত্র।
কুড়িগ্রাম ডিবি ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ আহমেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক রাত ১২টায় ডিবি পুলিশ কুড়িগ্রামের একটি দল ফুলবাড়ী থানাধীন কাশীপুর ইউনিয়নের অনন্তপুর (ডাক্তারটারী) গ্রামে গ্রাম্য ডাক্তার আব্দুল লতিফের বাড়িতে অভিযান চালায়।
এ সময় মাদক ব্যবসায়ী লতিফের ঘরে থাকা ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ৫ গাঁজাসহ লতিফকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম ডিবি পুলিশের ইন্সপেক্টর কফিল উদ্দিন বাদী হয়ে ফুলবাড়ী থানায় আসামির বিরুদ্ধে মাদক আইনে রবিবার ১৩ নম্বর মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।