এবার সত্যি সত্যি মা হলেন শুভশ্রী
- আপডেট টাইম : ০৪:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / 83
৭১: এবার সত্যি সত্যি মা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে শুভশ্রীর কোলজুড়ে আসে পুত্র সন্তান।
এর আগে অবশ্য গল্পের প্রয়োজনে একাধিকবার মা হতে হয়েছে শুভশ্রীকে।
এদিকে ছেলে সন্তানের মা হওয়ায় বেশ খুশি বাবা রাজ চক্রবর্তী।
জানা যায়, রাজ ও শুভশ্রী দম্পতির সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেও।
এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা হওয়ার ঘোষণা দেন। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি।
তাতে দেখা গেছে, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা ছিল, ‘বেবি কামিং ২০২০।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর প্রেমের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।