‘থানায় আসতে কোন দালালের প্রয়োজন নেই’
- আপডেট টাইম : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / 99
৭১: সমাজকে পরিবর্তন করতে হলে পুলিশ, সাংবাদিক, শিক্ষক, মসজিদের ঈমাম, মন্দিরের পুরোহিত ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ এলাকা আত্মহত্যা প্রবন হিসেবে চিহিৃত। দীর্ঘদিনের এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে ও জনসচেতনতা সৃষ্টি করতে সকলে মিলে একযোগে কাজ করতে হবে।
কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, দালাল, ইভটিজিংকারী, নারী পাচারকারীসহ অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন সকলকে সাথে নিয়েই আইনের আওতায় আনা হবে। থানায় আসতে কোন দালালের প্রয়োজন নেই।
মঙ্গলবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ তারিকুজ্জামান এ কথা বলেন।
তিনি বলেন, যে যার স্থান থেকে আত্মহত্যা, বাল্য বিয়ে, মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করতে হবে। আমরাই বদলে দিতে পারি এ অঞ্চলকে। এ আপনার ছেলে-মেয়ের দিকে নজর রাখবেন, যাতে বিপথে না যায়।
তিনি আরও বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডকে আমরা অপরাধ মুক্ত করতে কাজ করবো। আপনারা ইতিমধ্যেই জেনেছেন। যার যার সমস্যা নিয়ে সেই থানায় আসবেন। কাউকে কোন টাকা-পয়সা দিতে হবে না। আপনাদের চারপাশের অপরাধীদেরকে চিহিৃত করতে পুলিশকে তথ্য দিন। যদি কেউ আমার কথা বলে টাকা নেয় অবশ্যই আমাকে সাহসের সাথে অবগত করবেন। আমার পিতার রক্তে লাল সবুজের পতাকা, সেই রক্তের সন্তান আমি। সাংবাদিকদেরকে স্বচ্ছ সাংবাদিকতা করার আহবান জানান। এলাকাকে দুনীতি ও অপরাধমুক্ত এবং স্বচ্ছ পুলিশী সেবা প্রদানে কাজ করে যাবো।