ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইউএনও উপর হামলা: দুই আসামির রিমান্ড মঞ্জুর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • / 78

৭১: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করার ঘটনায় ২ আসামিকে ৭দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

শনিবার সকালে ঘোড়াঘাট থানা থেকে আসামি নবিরুল ইসলাম ও সান্টু চন্দ্র দাসকে আরেক দফায় জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হয় দিনাজপুর ডিবি পুলিশ কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে তুলে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শিশির কুমার বসু ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

তবে মামলার প্রধান আসামি আসাদুলকে র‌্যাব থেকে এখনও পুলিশে হস্তান্তর না করায় তাকে আদালতে তুলতে পারেনি পুলিশ। জানা যায়, গতকাল র‌্যাব কার্যালয়ে থাকাকালীন সে অসুস্থ হয়ে পড়লে তাকে মেডিকেলে ভর্তি করানো হয়।

এদিকে আজ বিকেল ৫টার সময় মামলার প্রধান আসামি আসাদুলের বড় ভাই আশরাফুল ইসলাম শাওন (৪০) এবং ইউএনও’র সরকারি বাসভবনের মালী সুলতান কবির (৩৬) কে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের পুলিশ।

তুলে নিয়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করে শাওনের বোন রত্না বেগম বলেন, বিকেলে সাদা পোশাকের কয়েকজন লোকজন ঘোড়াঘাট থানার দারোগা পরিচয় দিয়ে জিজ্ঞাবাদ করার কথা বলে আমার বড় ভাইকে তুলে নিয়ে গেছে।

Tag :

শেয়ার করুন

ইউএনও উপর হামলা: দুই আসামির রিমান্ড মঞ্জুর

আপডেট টাইম : ০৫:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০

৭১: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করার ঘটনায় ২ আসামিকে ৭দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

শনিবার সকালে ঘোড়াঘাট থানা থেকে আসামি নবিরুল ইসলাম ও সান্টু চন্দ্র দাসকে আরেক দফায় জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হয় দিনাজপুর ডিবি পুলিশ কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে তুলে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শিশির কুমার বসু ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

তবে মামলার প্রধান আসামি আসাদুলকে র‌্যাব থেকে এখনও পুলিশে হস্তান্তর না করায় তাকে আদালতে তুলতে পারেনি পুলিশ। জানা যায়, গতকাল র‌্যাব কার্যালয়ে থাকাকালীন সে অসুস্থ হয়ে পড়লে তাকে মেডিকেলে ভর্তি করানো হয়।

এদিকে আজ বিকেল ৫টার সময় মামলার প্রধান আসামি আসাদুলের বড় ভাই আশরাফুল ইসলাম শাওন (৪০) এবং ইউএনও’র সরকারি বাসভবনের মালী সুলতান কবির (৩৬) কে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের পুলিশ।

তুলে নিয়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করে শাওনের বোন রত্না বেগম বলেন, বিকেলে সাদা পোশাকের কয়েকজন লোকজন ঘোড়াঘাট থানার দারোগা পরিচয় দিয়ে জিজ্ঞাবাদ করার কথা বলে আমার বড় ভাইকে তুলে নিয়ে গেছে।