শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও ,অতঃপর…
- আপডেট টাইম : ০৫:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / 95
৭১: নেত্রকোনার পূর্বধলায় ১২ বছরের এক শিশু কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে হঠাৎ উদাও তরিকুল ইসলাম (২৫) নামের এক লম্পট দুলাভাই। পাড়ি জমিয়েছিল অজানার উদ্দেশে, তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে দীর্ঘ ৮মাস পর গত মঙ্গলবার বিকেলে পূর্বধলা থানার পুলিশ উপজেলার ঘাগড়াপাড়া গ্রাম থেকে ওই শিশু কন্যাকে উদ্ধার ও লম্পট তরিকুলকে আটক করে।
আটককৃত তরিকুল উপজেলার বিশকাকুনী ইউনিয়নের চরবহুলী (দাদরাপাড়া) গ্রামের আবু চাঁনের ছেলে। এ দিকে উদ্ধারকৃত শিশু কন্যার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার হরিয়াগাই গ্রামে।
পুলিশ জানায়, আটককৃত তরিকুল প্রায় দুই বছর আগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার হরিয়াগাই গ্রামের তানিয়া নামের এক মেয়েকে বিয়ে করে। বিয়ের বছরখানেক পর তানিয়ার খালাত বোন একই গ্রামের ওই শিশু কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে তরিকুল। অতঃপর পাড়ি জমায় অজানার উদ্দেশ্যে। এক পর্যায়ে গত কয়েক মাস আগে তরিকুল ওই শিশু কন্যাকে নিয়ে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করে বসবাস শুরু করে।
এ খবর ওই শিশু কন্যার পরিবার জানতে পেরে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে পুলিশ ওই শিশু কন্যাকে উদ্ধার ও তরিকুলকে আটক করে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, এ ঘটনায় আটককৃত তরিকুলের বিরুদ্ধে ওই শিশু কন্যার বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আটককৃত তরিকুলকে আদালতে সোর্পদ করা হয়। সেই সাথে ভিকটিমকেও ২২ধারায় জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়।