ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকা হয়েই আজীবন থাকতে চান শাকিরা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • / 96

৭১: জনপ্রিয় পপ গায়িকা শাকিরা বউ হিসেবে নয় প্রেমিকা হয়েই আজীবন থাকতে চান। হলিউড রিপোর্টারকে এমনটিই জানিয়েছেন তিনি।

শাকিরার সঙ্গে স্প্যানিশ ফুটবল তারকা পিকের সম্পর্ক ২০১১ সাল থেকে। নয় বছরের সম্পর্কের প্রমাণস্বরূপ তাদের দুটি সন্তানও রয়েছে।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি তারা। যদিও সম্পর্কের শুরু থেকেই একসঙ্গে থাকছেন এই তারকা জুটি।

সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ‘হিপস ডোন্ট লাই’ তারকার কাছে জানতে চাওয়া হয়েছিল, বিয়ের কথা ভাবছেন কিনা। জবাবে স্পষ্ট জানিয়ে দেন, স্ত্রী হওয়ার চেয়ে প্রেমিকা হয়ে থাকাই তার কাছে শ্রেয়।

শাকিরা বলেন, ‘আমরা বিয়ে করিনি। সত্যি কথা বলতে, বিয়ে জিনিসটাই ভয় পাই। নিজেকে তার কাছে স্ত্রীরূপে দেখাতে চাই না। বরং সে আমাকে সারাজীবন প্রেমিকা হিসেবেই দেখুক’।

তিনি আরও বলেন, ‘বিয়ে খানিকটা নিষিদ্ধ ফলের মতো, তাই না? আমি তার পায়ে পায়ে থাকতে চাই। চাই সে ভাবুক, আচার-আচরণের ওপর নির্ভর করে যে কোনো কিছুই হতে পারে।

প্রসঙ্গত, শাকিরা দুইবার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তিনি গোল্ডেন গেস্নাব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন একাধিকবার।

বিএমআইয়ের তথ্যানুসারে, শাকিরা কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রীত শিল্পী। যার অ্যালবাম বিশ্বব্যাপী পাঁচ কোটি কপি বিক্রীত হয়েছে।

এছাড়া তিনি দক্ষিণ আমেরিকা থেকে সুযোগ পাওয়া একমাত্র শিল্পী যিনি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০, কানাডিয়ান বিলবোর্ড হট ১০০, অস্ট্রেলিয়ান এআরআইএ চার্ট, ও ইউকে সিঙ্গেলস চার্টে প্রথম স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন।

Tag :

শেয়ার করুন

প্রেমিকা হয়েই আজীবন থাকতে চান শাকিরা

আপডেট টাইম : ০৪:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০

৭১: জনপ্রিয় পপ গায়িকা শাকিরা বউ হিসেবে নয় প্রেমিকা হয়েই আজীবন থাকতে চান। হলিউড রিপোর্টারকে এমনটিই জানিয়েছেন তিনি।

শাকিরার সঙ্গে স্প্যানিশ ফুটবল তারকা পিকের সম্পর্ক ২০১১ সাল থেকে। নয় বছরের সম্পর্কের প্রমাণস্বরূপ তাদের দুটি সন্তানও রয়েছে।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি তারা। যদিও সম্পর্কের শুরু থেকেই একসঙ্গে থাকছেন এই তারকা জুটি।

সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ‘হিপস ডোন্ট লাই’ তারকার কাছে জানতে চাওয়া হয়েছিল, বিয়ের কথা ভাবছেন কিনা। জবাবে স্পষ্ট জানিয়ে দেন, স্ত্রী হওয়ার চেয়ে প্রেমিকা হয়ে থাকাই তার কাছে শ্রেয়।

শাকিরা বলেন, ‘আমরা বিয়ে করিনি। সত্যি কথা বলতে, বিয়ে জিনিসটাই ভয় পাই। নিজেকে তার কাছে স্ত্রীরূপে দেখাতে চাই না। বরং সে আমাকে সারাজীবন প্রেমিকা হিসেবেই দেখুক’।

তিনি আরও বলেন, ‘বিয়ে খানিকটা নিষিদ্ধ ফলের মতো, তাই না? আমি তার পায়ে পায়ে থাকতে চাই। চাই সে ভাবুক, আচার-আচরণের ওপর নির্ভর করে যে কোনো কিছুই হতে পারে।

প্রসঙ্গত, শাকিরা দুইবার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তিনি গোল্ডেন গেস্নাব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন একাধিকবার।

বিএমআইয়ের তথ্যানুসারে, শাকিরা কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রীত শিল্পী। যার অ্যালবাম বিশ্বব্যাপী পাঁচ কোটি কপি বিক্রীত হয়েছে।

এছাড়া তিনি দক্ষিণ আমেরিকা থেকে সুযোগ পাওয়া একমাত্র শিল্পী যিনি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০, কানাডিয়ান বিলবোর্ড হট ১০০, অস্ট্রেলিয়ান এআরআইএ চার্ট, ও ইউকে সিঙ্গেলস চার্টে প্রথম স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন।