ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তরুণীকে ৩ বছর ধরে ধর্ষণ করলেন চেয়ারম্যান!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • / 88

৭১: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা করে এলাকা ছাড়া হয়েছেন ভুক্তভোগী এক তরুণী।

অভিযোগের নেপথ্যে জানা গেছে, ওই তরুণীকে স্ত্রী পরিচয়ে প্রায় তিন বছর ধরে ধর্ষণ করে আসছিলেন অভিযুক্ত চেয়ারম্যান মনির।

রোববার (৩০ আগস্ট) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই তরুণী। এ সময় স্বাভাবিকভাবে জীবনযাপন করার আকুতি জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী তরুণী জানান, ২৫ আগস্ট বরিশাল বিভাগীয় নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি। এরপর থেকে প্রধান আসামি মনির ও তার সহযোগীরা তাকে এসিড ছুড়ে ঝলসে দেয়াসহ অপহরণ করে লাশ গুম এবং বাড়িঘরে আগুন দেয়ার হুমকি দিচ্ছেন। এমনকি মামলার সাক্ষীদেরও হত্যাসহ নানা হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ওই তরুণী।

তিনি আরো জানান, ২০১৭ সালে চাকরি চাইতে কাঁঠালিয়ার তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান (বর্তমানে চেয়ারম্যান) এমদাদুল হক মনিরের কাছে যান ওই তরুণী। চাকরির তদবিরের কথা বলে একই বছরের ৩ এপ্রিল তাকে বরিশাল নগরীর আগরপুর রোডে বন্ধু মিঠু সিকদারের বাসায় নিয়ে ধর্ষণ করা হয়। ওই দিনই এক কাজি ডেকে বিয়ে করার কথা বলে বিভিন্ন সাদা কাগজে তার স্বাক্ষর নেন চেয়ারম্যান।

এরপর থেকে প্রায় তিন বছর ধরে স্ত্রী পরিচয়ে নিজের বাড়ি কাঁঠালিয়ার আমুয়া বাজারে পাঁচতলা ভবনে নিয়ে মেলামেশা করেন মনির। এছাড়া বরিশাল নগরীতে বন্ধু মিঠু সিকদারের বাসা এবং লঞ্চের কেবিনে নিয়ে একাধিকবার মেলামেশাও করেন তারা। একপর্যায়ে বিয়ের কাগজপত্র চাইলে টালবাহানা শুরু করেন মনির।

এক পর্যায়ে বিয়ে হয়নি বলেও জানান চেয়ারম্যান মনির।

Tag :

শেয়ার করুন

তরুণীকে ৩ বছর ধরে ধর্ষণ করলেন চেয়ারম্যান!

আপডেট টাইম : ০৩:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

৭১: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা করে এলাকা ছাড়া হয়েছেন ভুক্তভোগী এক তরুণী।

অভিযোগের নেপথ্যে জানা গেছে, ওই তরুণীকে স্ত্রী পরিচয়ে প্রায় তিন বছর ধরে ধর্ষণ করে আসছিলেন অভিযুক্ত চেয়ারম্যান মনির।

রোববার (৩০ আগস্ট) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই তরুণী। এ সময় স্বাভাবিকভাবে জীবনযাপন করার আকুতি জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী তরুণী জানান, ২৫ আগস্ট বরিশাল বিভাগীয় নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি। এরপর থেকে প্রধান আসামি মনির ও তার সহযোগীরা তাকে এসিড ছুড়ে ঝলসে দেয়াসহ অপহরণ করে লাশ গুম এবং বাড়িঘরে আগুন দেয়ার হুমকি দিচ্ছেন। এমনকি মামলার সাক্ষীদেরও হত্যাসহ নানা হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ওই তরুণী।

তিনি আরো জানান, ২০১৭ সালে চাকরি চাইতে কাঁঠালিয়ার তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান (বর্তমানে চেয়ারম্যান) এমদাদুল হক মনিরের কাছে যান ওই তরুণী। চাকরির তদবিরের কথা বলে একই বছরের ৩ এপ্রিল তাকে বরিশাল নগরীর আগরপুর রোডে বন্ধু মিঠু সিকদারের বাসায় নিয়ে ধর্ষণ করা হয়। ওই দিনই এক কাজি ডেকে বিয়ে করার কথা বলে বিভিন্ন সাদা কাগজে তার স্বাক্ষর নেন চেয়ারম্যান।

এরপর থেকে প্রায় তিন বছর ধরে স্ত্রী পরিচয়ে নিজের বাড়ি কাঁঠালিয়ার আমুয়া বাজারে পাঁচতলা ভবনে নিয়ে মেলামেশা করেন মনির। এছাড়া বরিশাল নগরীতে বন্ধু মিঠু সিকদারের বাসা এবং লঞ্চের কেবিনে নিয়ে একাধিকবার মেলামেশাও করেন তারা। একপর্যায়ে বিয়ের কাগজপত্র চাইলে টালবাহানা শুরু করেন মনির।

এক পর্যায়ে বিয়ে হয়নি বলেও জানান চেয়ারম্যান মনির।