ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন অতিথির খবরে শুভেচ্ছায় ভাসছেন কোহলি-আনুশকা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
  • / 89

৭১: প্রথমবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন ভারতীয় তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এই খবর দেওয়ার পর পরই শুভেচ্ছায় ভাসছেন তারা।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় নিজেই এ খবর নিশ্চিত করেছেন আনুশকা। কবে নাগাদ আসছে নতুন অতিথি, জানিয়ে দিয়েছেন সেটাও। ২০২১ সালের জানুয়ারিতে অন্য রকম এক আলোয় আলোকিত হবে ‘বিরুস্কার’ সংসার।

স্বামী টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলির সঙ্গে নিজের হাসিখুশি মাখা একটি ছবি পোস্ট করে টুইটারে আনুশকা লিখেছেন- “অতঃপর আমরা তিনজন! আসছে ২০২১ সালের জানুয়ারিতে!”

এর পর পরই তাদের অভিনন্দন জানানোর হিড়িক পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ক্রিকেট থেকে বলিউড- তারকা দম্পতিকে অভিনন্দনের বৃষ্টিতে ভেজাচ্ছে। কোহলির ইনস্টাগ্রাম পোস্টে দুই ঘণ্টার মধ্যেই ‘লাইক’ পড়ে ৫৩ লাখেরও বেশি, আর কমেন্ট প্রায় ১ লাখ ৭০ হাজার।

সেই কমেন্টের ঘরেই অভিনন্দনের বার্তা দিয়েছেন ভারতীয় অধিনায়কের সতীর্থ ও ওপেনার শিখর ধাওয়ান এই লিখে, ‘অভিনন্দন ও অনেক শুভেচ্ছা কোহলি ও আনুশকাকে।’ হরভজন সিংও সুখবরের জবাব দিতে দেরি করেননি, এই স্পিনার লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা।’

দিল্লিতে ক্রিকেট শুরুর দিনগুলোতে বন্ধু হিসেবে ইশান্ত শর্মাকে পেয়েছেন কোহলি। এখনও একসঙ্গে খেলছেন জাতীয় দলে। তার খুশির খবরে ভারতীয় পেসার ‘রিপ্লাই’ দিতে ভুল করেননি, শুভেচ্ছা জানিয়ে তিনিও লিখেছেন, ‘অভিনন্দন তোমাদের দুজনকে।’ ভারতের টেস্ট দলের অন্যতম স্তম্ভ চেতেশ্বর পূজারার লেখাও একই।

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ‘লাভ’ ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতিকে। ক্রিকেটের বাইরে থেকেও এসেছে শুভেচ্ছা। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা লিখেছেন, ‘অভিনন্দন দুজনকে।’

গত ১০ বছরে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন আনুশকা। বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রীর ইনস্টগ্রামও ভাসছে শুভেচ্ছার জোয়ারে। অভিনন্দন জানিয়েছেন বলিউডের নামি তারকারা।

তাদের মধ্যে পরিচালক-প্রযোজক করণ জোহর লিখেছেন, ‘ভালোবাসা, ভালোসাবা এবং অনেক ভালোবাসা।’ নামি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও বাদ যায়নি, লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা দুজনকে।’

এছাড়া অভিনন্দন জানানোর তালিকায় রয়েছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, কাজল আগারওয়াল, পরিণীতি চোপড়া, ক্যাটরিনা কাইফ, কৃতি শ্যানন, দিয়া মির্জা ও বিপাশা বসুর মতো তারকারা।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকার সঙ্গে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন কোহলি। গণমাধ্যমের সব আগ্রহ কেড়ে নিয়ে ঐ বছরের ৯ ডিসেম্বর ইতালির মিলানে মালাবদল করেন তারা।

Tag :

শেয়ার করুন

নতুন অতিথির খবরে শুভেচ্ছায় ভাসছেন কোহলি-আনুশকা

আপডেট টাইম : ০৪:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০

৭১: প্রথমবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন ভারতীয় তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এই খবর দেওয়ার পর পরই শুভেচ্ছায় ভাসছেন তারা।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় নিজেই এ খবর নিশ্চিত করেছেন আনুশকা। কবে নাগাদ আসছে নতুন অতিথি, জানিয়ে দিয়েছেন সেটাও। ২০২১ সালের জানুয়ারিতে অন্য রকম এক আলোয় আলোকিত হবে ‘বিরুস্কার’ সংসার।

স্বামী টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলির সঙ্গে নিজের হাসিখুশি মাখা একটি ছবি পোস্ট করে টুইটারে আনুশকা লিখেছেন- “অতঃপর আমরা তিনজন! আসছে ২০২১ সালের জানুয়ারিতে!”

এর পর পরই তাদের অভিনন্দন জানানোর হিড়িক পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ক্রিকেট থেকে বলিউড- তারকা দম্পতিকে অভিনন্দনের বৃষ্টিতে ভেজাচ্ছে। কোহলির ইনস্টাগ্রাম পোস্টে দুই ঘণ্টার মধ্যেই ‘লাইক’ পড়ে ৫৩ লাখেরও বেশি, আর কমেন্ট প্রায় ১ লাখ ৭০ হাজার।

সেই কমেন্টের ঘরেই অভিনন্দনের বার্তা দিয়েছেন ভারতীয় অধিনায়কের সতীর্থ ও ওপেনার শিখর ধাওয়ান এই লিখে, ‘অভিনন্দন ও অনেক শুভেচ্ছা কোহলি ও আনুশকাকে।’ হরভজন সিংও সুখবরের জবাব দিতে দেরি করেননি, এই স্পিনার লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা।’

দিল্লিতে ক্রিকেট শুরুর দিনগুলোতে বন্ধু হিসেবে ইশান্ত শর্মাকে পেয়েছেন কোহলি। এখনও একসঙ্গে খেলছেন জাতীয় দলে। তার খুশির খবরে ভারতীয় পেসার ‘রিপ্লাই’ দিতে ভুল করেননি, শুভেচ্ছা জানিয়ে তিনিও লিখেছেন, ‘অভিনন্দন তোমাদের দুজনকে।’ ভারতের টেস্ট দলের অন্যতম স্তম্ভ চেতেশ্বর পূজারার লেখাও একই।

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ‘লাভ’ ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতিকে। ক্রিকেটের বাইরে থেকেও এসেছে শুভেচ্ছা। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা লিখেছেন, ‘অভিনন্দন দুজনকে।’

গত ১০ বছরে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন আনুশকা। বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রীর ইনস্টগ্রামও ভাসছে শুভেচ্ছার জোয়ারে। অভিনন্দন জানিয়েছেন বলিউডের নামি তারকারা।

তাদের মধ্যে পরিচালক-প্রযোজক করণ জোহর লিখেছেন, ‘ভালোবাসা, ভালোসাবা এবং অনেক ভালোবাসা।’ নামি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও বাদ যায়নি, লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা দুজনকে।’

এছাড়া অভিনন্দন জানানোর তালিকায় রয়েছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, কাজল আগারওয়াল, পরিণীতি চোপড়া, ক্যাটরিনা কাইফ, কৃতি শ্যানন, দিয়া মির্জা ও বিপাশা বসুর মতো তারকারা।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকার সঙ্গে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন কোহলি। গণমাধ্যমের সব আগ্রহ কেড়ে নিয়ে ঐ বছরের ৯ ডিসেম্বর ইতালির মিলানে মালাবদল করেন তারা।