আবার এক হচ্ছেন শাকিব-মাহি, সঙ্গে স্পর্শিয়া!
- আপডেট টাইম : ০৩:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / 93
৭১: দীর্ঘদিন পর আবারো এক হচ্ছেন শাকিব খান ও মাহি। প্রায় সাত বছর পর আবার সিনেমার জুটি বাঁধছেন তারা।
এর আগে ২০১৩ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে দেখা গেছে শাকিব খান ও মাহিকে।
তবে এবার তারা ‘নবাব এলএলবি’ সিনেমার মধ্য দিয়ে ফিরছেন। এটি পরিচালনা করবেন অনন্য মামুন। সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হবে ৩০ আগস্ট।
জানা গেছে, শুটিংয়ে সেপ্টেম্বরের ১০ তারিখে যোগ দেবেন শাকিব খান এবং এর আগেই ৫ সেপ্টেম্বর যোগ দেবেন মাহিয়া মাহি।
এছাড়াও এই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে আরেক নায়িকা অর্চিতা স্পর্শিয়াকে।
অনন্য মামুন বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ তারিখ থেকে সিনেমাটির শুটিং শুরু করছি। শুটিংয়ের শুরুতে অংশ নেবেন স্পর্শিয়া। এরপর মাহি ও তারপর শাকিব খান অংশ নেবেন।
সেলিব্রেটি প্রোডাকশনে ব্যানারে ‘নবাব এলএলবি’তে আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন শাকিব-মাহি।