বিয়ের প্রলোভনে ছাত্রী ধর্ষণের অভিযোগ
- আপডেট টাইম : ০৬:৩৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / 81
৭১: কুড়িগ্রামের রাজারহাটে ৮ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির খিতাবখাঁ গ্রামের (ছলিম বাজার) এলাকার নুর ইসলাম এর মেয়ের সাথে পার্শ্ববর্তী অতুর আলীর পুত্র রফিকুল ইসলাম (২৮) তার স্ত্রীর সন্তান না থাকায় বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করার রাজারহাট থানায় অভিযোগ করেছে মেয়ের বাবা।
বিষয়টি জানা জানি হলে ধর্ষক রফিকুল বিয়ের অস্বীকৃতি জানালে মেয়েটির বাবা ইউপি চেয়ারম্যানকে বিচার দেন। বিচারে অভিযুক্ত ব্যক্তি অনুপস্থিত হলে চেয়ারম্যান থানায় মামলা করার পরামর্শ দেন।
অভিযোগকারী বলেন, ২৫ আগষ্ট থানায় লিখিত অভিয়োগ করেছি, পুলিশ বুধবার তদন্ত করেছে, কিন্তু মামলা রেকর্ড করেনি। আমার জায়গা জমি নেই, বাঁধের রাস্তায় থাকি, কামলা না দিলে ভাত পাই না। এই সুযোগ নিয়ে কিছু লোক আপোষ মিমাংসার নামে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে।
এ বিষয়ে রাজারহাট থানার ওসি মো. রাজু সরকার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীকে আজকে (২৮ আগষ্ট) থানায় ডেকেছি, ভালো করে শুনে ব্যবস্থা নেয়া হবে।