ফিনল্যান্ডে জাতীয় শোক দিবস পালন
- আপডেট টাইম : ০৬:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / 100
৭১: ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আয়োজন করা হয়।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির ইতাকেসকুছে ক্যালচারাল সেন্টার ‘সোতা’য় আয়োজিত এই শোকসভায় সভাপত্বিত করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির। সভা পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।
সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য দেন সহ-সভাপতি পলাশ কামালী, সহ-সভাপতি ইকবাল হোসেন বকুল, সহ-সভাপতি মোস্তফা আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবেরা সুলতানা জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহম্মেদ হোসাইন টিপু, সাংগঠনিক সম্পাদক রাজু মালেক, সোহেল রানাসহ আরও অনেকে।
বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করার দাবি জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ড. জহিরুল ইসলাম, হায়দার আলী পিটু, জিসান আহম্মেদ, সর্দার আবু সুফিয়ান, জুনায়েদ আহম্মেদ, আলী ইমরান, রাইসুল হক, বেলায়েত হোসেন, আখতারুজ্জামান, দেবতোষ চৌধুরী, তাজুল ইসলাম, মোহাম্মদ শামীম, শরীফ,জিয়াউল বারী, অনামিকা মামুন, শওকত কামাল, নুসরাত হোসাইন, রোমেনা হুমায়ুন প্রমুখ।
সভা শেষে ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরিশেষে করোনা দুর্যোগের কারণে প্যাকেট তবারক বিতরণের মাধ্যমে শোক দিবসের স্মরণসভার পরিসমাপ্তি হয়।