ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে আসুস ভিভোবুক এস সিরিজের ২ ল্যাপটপ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / 82

৭১: বাংলাদেশের বাজারে স্লিম ডিজাইন, হালকা ওজন এবং শক্তিশালী পারফরমেন্সের দুটি ল্যাপটপ উন্মোচন করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড আসুস। ‘ভিভোবুক এস১৪’ এবং ‘ভিভোবুক এস১৫’ ল্যাপটপ দুটি স্টাইল এবং পারফরমেন্সের অনবদ্য এক মিশ্রণ।

আসুসের সর্বাধুনিক ভিভোবুক এস সিরিজটি ডিজাইন করা হয়েছে দেশের তরুণদের কথা মাথায় রেখে। গায়া গ্রিন, রেজিউলেট রেড, ড্রিমি হোয়াইট এবং ইন্ডি ব্ল্যাক কালারে নতুন আসুস ভিভোবুক এস১৪ এবং এস১৫ এখন সরাাদেশেই পাওয়া যাচ্ছে। এর দাম শুরু হয়েছে ৬২ হাজার টাকা থেকে।

কাঠামো

নতুন ভিভোবুক এস১৪ এবং এস১৫ আল্ট্রাপোর্টেবল ডিজাইনে তৈরি। যা কখনোই ভারী বলে মনে হবে না। এই সিরিজের মডেলগুলো ১৭ মিলিমিটারের কম পুরুত্বের। এর ওজন মাত্র ১.৪ থেকে ১.৮ কেজি।  এটি অসম্ভব রকমের পাতলা এবং হালকা।

এর ন্যানোএজ ডিসপ্লে উপরে এবং দুই পাশের বেজেল একেবারে সরু।  তাই সাধারণভাবেই ডিসপ্লেটিকে অনেক বড় মনে হবে।  এর ৮৮ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও একে আরও কমপ্যাক্ট একটি প্যাকেজ হিসেবে হাজির করে। একই সঙ্গে এর কালার রিকনস্ট্রাকশন স্ক্রিনে ভিডিও দেখার ক্ষেত্রে অন্যরকম এক অভিজ্ঞতা দেবে।

পারফরমেন্স

ভিভোবুক এস১৪ এবং এস১৫ ডিভাইসটিতে রয়েছে কোয়াড কোর ১০ম প্রজন্মের ইন্টেল কোর আই৭-১০৫১০ইউ প্রসেসর এবং এনভিডিয়া এমএক্স৩৫০ গ্রাফিক্স। এটি আপনাকে মাল্টিটাস্কিং এবং গেইমিংয়ে ভিন্ন অভিজ্ঞতা দেবে। ডিভাইস দুটিতে ইন্টেল ছাড়াও এমডি প্রসেসর সহ নেয়ার অপশন থাকছে। সর্বশেষ রাইজেন ৪০০০ সিরিজের রাইজেন ৫ কিংবা রাইজেন ৭ প্রসেসর সহ ল্যাপটপটি পাওয়া যাচ্ছে বাংলাদেশে।

রাইজেন প্রসেসরের সাথে আছেবিল্ট-ইন ভেগা গ্রাফিক্স কার্ড, যা ভারি সফটওয়ার বা লাইট-গেমস চালাতে সাহায্য করবে। এই সিরিজের ল্যাপটপে আছে ৮ থেকে ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম আর ১ টেরাবাইট পর্যন্ত এসএসডি – যা এই ল্যাপটপটিতে যে কোন প্রোগ্রাম বা ফাইল দ্রুত গতিতে চালাতে সাহায্য করে। বহন যোগ্যতার বিবেচনায় যদি খুব দ্রুত ছবি, হালকা ভিডিও সম্পাদনা এবং গেইমিং করতে চান তাহলে অবিকল্প হিসিবে ভিভোবুক আপনার পাশে থাকতে পারে।  এর এনভিডিয়া অপটিমা প্রযুক্তি দেবে দীর্ঘ সময় ধরে ব্যাটারি ব্যাকআপ নিশ্চয়তা।

ভিভোবুক এস১৪/এস১৫ ডিভাইসে রয়েছে সুপারফাস্ট ইন্টেল ওয়াইফাই ৬, সঙ্গে গিগপ্লাস (৮০২.১১এক্স), ব্লুটুথ ৫, এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর; তাই আপনি চাইলে পাসওয়ার্ড না দিয়ে ফিঙ্গার প্রিন্ট লগইন করতে পারবেন। এতে রয়েছে প্রয়োজনীয় সকল আই/ও পোর্ট।

অন্যান্য ফিচার

ভিভোবুকে আছে ইউএসবি-সি পোর্ট। যা ডিভাইস ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ডিসপ্লের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ডেটা ট্রান্সফার দ্রুত করে। এতে আছে ফুল সাইজড এইচডিএমআই ২.০ যা ফোরকে ভিডিও আউটপুট দিত সক্ষম। এছাড়াও একটি ইউএসবি ৩.২ জেন২ টাইপ-এ পোর্ট এবং একটি ৩.৫ মিমি কোম্ব অডিও জ্যাক আছে।

ডিভাইসটিতে আছে ব্যাকলিটযুক্ত বড় আকারের কিবোর্ড।  যার প্রত্যেকটি কি-এর মাঝে দূরত্ব রেখে সাজানো হয়েছে।  স্বাচ্ছন্দ্যে টাইপ করার জন্য এতে রয়েছে ডেস্কটপ পিসিতে ব্যবহৃত কিবোর্ডের মতোই কি।

ভিভোবুক এস১৪ এবং এস১৫ মডেলটিতে রয়েছে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাবার নিশ্চয়তা।  একবার ফুল চার্জে ল্যাপটপটি টানা ১৫ ঘণ্টা ব্যাটারি লাইফ দেবে।  দ্রুত চার্জ করতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা।

পাশাপাশি রয়েছে আসুস ব্যাটারি হেলথ চার্জিং টেকনোলজি (এখানে চার্জিং মোড সিলেক্ট করে দেয়া যাবে মাইআসুস সফটওয়্যার থেকে)।  ফলে ব্যাটারির সক্ষমতা দীর্ঘদিন ধরে রেখে চার্জিংয়ের সময় এবং ব্যাটারিকে করে দীর্ঘস্থায়ী।   

আসুসের সর্বধুনিক প্রযুক্তি দিয়ে বাজারে আনা আসুস ভিভোবুক এস১৪ এবং এস১৫ সিরিজটি ডিজাইন করা হয়েছে তরুণ স্টাইলিশ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে। যদি আপনি মাল্টিটাস্কিংসহ অন্যান্য কাজের জন্য একটি ভালোমানের দ্রুত গতির ডিভাইস চান তবে আসুস এর নতুন এই এস সিরিজ আপনার জন্য অদ্বিতীয় এক ল্যাপটপ হিসেবে সাথে থাকতে পারে।  

Tag :

শেয়ার করুন

বাজারে আসুস ভিভোবুক এস সিরিজের ২ ল্যাপটপ

আপডেট টাইম : ০৬:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

৭১: বাংলাদেশের বাজারে স্লিম ডিজাইন, হালকা ওজন এবং শক্তিশালী পারফরমেন্সের দুটি ল্যাপটপ উন্মোচন করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড আসুস। ‘ভিভোবুক এস১৪’ এবং ‘ভিভোবুক এস১৫’ ল্যাপটপ দুটি স্টাইল এবং পারফরমেন্সের অনবদ্য এক মিশ্রণ।

আসুসের সর্বাধুনিক ভিভোবুক এস সিরিজটি ডিজাইন করা হয়েছে দেশের তরুণদের কথা মাথায় রেখে। গায়া গ্রিন, রেজিউলেট রেড, ড্রিমি হোয়াইট এবং ইন্ডি ব্ল্যাক কালারে নতুন আসুস ভিভোবুক এস১৪ এবং এস১৫ এখন সরাাদেশেই পাওয়া যাচ্ছে। এর দাম শুরু হয়েছে ৬২ হাজার টাকা থেকে।

কাঠামো

নতুন ভিভোবুক এস১৪ এবং এস১৫ আল্ট্রাপোর্টেবল ডিজাইনে তৈরি। যা কখনোই ভারী বলে মনে হবে না। এই সিরিজের মডেলগুলো ১৭ মিলিমিটারের কম পুরুত্বের। এর ওজন মাত্র ১.৪ থেকে ১.৮ কেজি।  এটি অসম্ভব রকমের পাতলা এবং হালকা।

এর ন্যানোএজ ডিসপ্লে উপরে এবং দুই পাশের বেজেল একেবারে সরু।  তাই সাধারণভাবেই ডিসপ্লেটিকে অনেক বড় মনে হবে।  এর ৮৮ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও একে আরও কমপ্যাক্ট একটি প্যাকেজ হিসেবে হাজির করে। একই সঙ্গে এর কালার রিকনস্ট্রাকশন স্ক্রিনে ভিডিও দেখার ক্ষেত্রে অন্যরকম এক অভিজ্ঞতা দেবে।

পারফরমেন্স

ভিভোবুক এস১৪ এবং এস১৫ ডিভাইসটিতে রয়েছে কোয়াড কোর ১০ম প্রজন্মের ইন্টেল কোর আই৭-১০৫১০ইউ প্রসেসর এবং এনভিডিয়া এমএক্স৩৫০ গ্রাফিক্স। এটি আপনাকে মাল্টিটাস্কিং এবং গেইমিংয়ে ভিন্ন অভিজ্ঞতা দেবে। ডিভাইস দুটিতে ইন্টেল ছাড়াও এমডি প্রসেসর সহ নেয়ার অপশন থাকছে। সর্বশেষ রাইজেন ৪০০০ সিরিজের রাইজেন ৫ কিংবা রাইজেন ৭ প্রসেসর সহ ল্যাপটপটি পাওয়া যাচ্ছে বাংলাদেশে।

রাইজেন প্রসেসরের সাথে আছেবিল্ট-ইন ভেগা গ্রাফিক্স কার্ড, যা ভারি সফটওয়ার বা লাইট-গেমস চালাতে সাহায্য করবে। এই সিরিজের ল্যাপটপে আছে ৮ থেকে ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম আর ১ টেরাবাইট পর্যন্ত এসএসডি – যা এই ল্যাপটপটিতে যে কোন প্রোগ্রাম বা ফাইল দ্রুত গতিতে চালাতে সাহায্য করে। বহন যোগ্যতার বিবেচনায় যদি খুব দ্রুত ছবি, হালকা ভিডিও সম্পাদনা এবং গেইমিং করতে চান তাহলে অবিকল্প হিসিবে ভিভোবুক আপনার পাশে থাকতে পারে।  এর এনভিডিয়া অপটিমা প্রযুক্তি দেবে দীর্ঘ সময় ধরে ব্যাটারি ব্যাকআপ নিশ্চয়তা।

ভিভোবুক এস১৪/এস১৫ ডিভাইসে রয়েছে সুপারফাস্ট ইন্টেল ওয়াইফাই ৬, সঙ্গে গিগপ্লাস (৮০২.১১এক্স), ব্লুটুথ ৫, এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর; তাই আপনি চাইলে পাসওয়ার্ড না দিয়ে ফিঙ্গার প্রিন্ট লগইন করতে পারবেন। এতে রয়েছে প্রয়োজনীয় সকল আই/ও পোর্ট।

অন্যান্য ফিচার

ভিভোবুকে আছে ইউএসবি-সি পোর্ট। যা ডিভাইস ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ডিসপ্লের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ডেটা ট্রান্সফার দ্রুত করে। এতে আছে ফুল সাইজড এইচডিএমআই ২.০ যা ফোরকে ভিডিও আউটপুট দিত সক্ষম। এছাড়াও একটি ইউএসবি ৩.২ জেন২ টাইপ-এ পোর্ট এবং একটি ৩.৫ মিমি কোম্ব অডিও জ্যাক আছে।

ডিভাইসটিতে আছে ব্যাকলিটযুক্ত বড় আকারের কিবোর্ড।  যার প্রত্যেকটি কি-এর মাঝে দূরত্ব রেখে সাজানো হয়েছে।  স্বাচ্ছন্দ্যে টাইপ করার জন্য এতে রয়েছে ডেস্কটপ পিসিতে ব্যবহৃত কিবোর্ডের মতোই কি।

ভিভোবুক এস১৪ এবং এস১৫ মডেলটিতে রয়েছে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাবার নিশ্চয়তা।  একবার ফুল চার্জে ল্যাপটপটি টানা ১৫ ঘণ্টা ব্যাটারি লাইফ দেবে।  দ্রুত চার্জ করতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা।

পাশাপাশি রয়েছে আসুস ব্যাটারি হেলথ চার্জিং টেকনোলজি (এখানে চার্জিং মোড সিলেক্ট করে দেয়া যাবে মাইআসুস সফটওয়্যার থেকে)।  ফলে ব্যাটারির সক্ষমতা দীর্ঘদিন ধরে রেখে চার্জিংয়ের সময় এবং ব্যাটারিকে করে দীর্ঘস্থায়ী।   

আসুসের সর্বধুনিক প্রযুক্তি দিয়ে বাজারে আনা আসুস ভিভোবুক এস১৪ এবং এস১৫ সিরিজটি ডিজাইন করা হয়েছে তরুণ স্টাইলিশ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে। যদি আপনি মাল্টিটাস্কিংসহ অন্যান্য কাজের জন্য একটি ভালোমানের দ্রুত গতির ডিভাইস চান তবে আসুস এর নতুন এই এস সিরিজ আপনার জন্য অদ্বিতীয় এক ল্যাপটপ হিসেবে সাথে থাকতে পারে।