ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রান্নার জন্য ডেকে দুই বোনকে রাতভর গণধর্ষণ!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / 96

৭১: রান্নার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে দুই বোনকে (বাবুর্চি ) রাতভর গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৪ আগস্ট) রাতে চুয়াডাঙ্গার দর্শনায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গণধর্ষণের শিকার ওই দুই বোন এখন পুলিশ হেফাজতে রয়েছেন। আজ বুধবার (২৬ আগস্ট) তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, মঙ্গলবার এই দুই বোন দর্শনা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্তদের একজন আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আনোয়ার হোসেন সুমন একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে।

এ ব্যাপারে দর্শনা থানার ওসি মাহব্বুর রহমান জানান, নির্যাতিত ওই দুই নারী আপন বোন। তারা একটি ডেকোরেটরে বার্বুচির কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত সোমবার বিকেলে অভিযুক্তরা তাদের বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য ওই দুই নারীকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের বাড়িতে এনে পাঁচজন মিলে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

তিনি আরো জানান, এ ঘটনায় নির্যাতিত দুই নারী মঙ্গলবার রাতে পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে।

চুয়াডাঙ্গার এসপি জাহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।

Tag :

শেয়ার করুন

রান্নার জন্য ডেকে দুই বোনকে রাতভর গণধর্ষণ!

আপডেট টাইম : ০৬:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

৭১: রান্নার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে দুই বোনকে (বাবুর্চি ) রাতভর গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৪ আগস্ট) রাতে চুয়াডাঙ্গার দর্শনায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গণধর্ষণের শিকার ওই দুই বোন এখন পুলিশ হেফাজতে রয়েছেন। আজ বুধবার (২৬ আগস্ট) তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, মঙ্গলবার এই দুই বোন দর্শনা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্তদের একজন আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আনোয়ার হোসেন সুমন একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে।

এ ব্যাপারে দর্শনা থানার ওসি মাহব্বুর রহমান জানান, নির্যাতিত ওই দুই নারী আপন বোন। তারা একটি ডেকোরেটরে বার্বুচির কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত সোমবার বিকেলে অভিযুক্তরা তাদের বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য ওই দুই নারীকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের বাড়িতে এনে পাঁচজন মিলে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

তিনি আরো জানান, এ ঘটনায় নির্যাতিত দুই নারী মঙ্গলবার রাতে পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে।

চুয়াডাঙ্গার এসপি জাহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।